আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইল Safe Mode এ চালু করবেন । মূল টিউনসে যাওয়ার আগে Safe mode সম্পর্কে কিছু কথা বলে নিই। আমরা প্রতিদিন প্রচুর পরিমানে মোবাইল ব্যবহার করি, যেমন ইন্টারনেট ব্রাউজ করি গেম খেলি অন্যের সাথে ফাইল শেয়ার করি যে সব কারনে আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন System error message দেখায়। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন কম্পিউটারেও বিভিন্ন System error message দেখায়। অনেক সময় কম্পিউটার ঠিক মত বুত হয় না বা Black Screen এসে বসে থাকে। এই সব ক্ষেত্রে আমারা কম্পিউটার Safe Mode চালু করি এবং দেখা যায় অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যায়। ঠিক মোবাইলও একই ভাবে কাজ করে। মোবাইল আমরা Safe mode এ চালু করে virus remove সহ ছোটখাট সমস্যা নিজেরাই ঠিক করতে পারি।
পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। আমি এর আগে এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।