আজ আমি টিউনস করব কিভাবে বুঝবেন আপনার মোবাইল টি আসল নাকি নকল। এর আগে আমি এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। এন্ড্রোয়েডের উপর আমার এর আগের টিউনসটি ছিল কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের Lock Screen এ নিজের নাম লিখবেন এবং Shortcut Icon পরিবর্তন করবেন। এই টিউনসটি পড়তে ক্লিক করুন এখানে আর ভিডিও দেখার জন্য ভিডিও উপর ক্লিক করুন।
আর কথা নয়। শুরু করি আজকের টিউনস কিভাবে বুঝবেন আপনার মোবাইল টি আসল নাকি নকল।
১) প্রথমে মোবাইলের IMEI নাম্বার বাহির করেত হবে। তার জন্য ডায়াল করতে পারেন *#০৬#
২) http://www.imeipro.info/ লিংকে যেতে হবে
৩) Enter IMEI Number Here এর ঘরে আপনার মোবাইলের IMEI নাম্বার টাইপ করুন
৪) i am not a robot চেক বক্সে ক্লিক করুন
৫) check বাটনে ক্লিক করুন
Blacklist status যদি CLEAN দেখায় তাহলে বুঝবেন আপনার মোবাইল টি আসল
পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন যেটির নাম Tell 4 Your। আমি এর আগে এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে আমি নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটির ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।