আপডেট : ৩১ শে অগাস্ট ২০১৬
সাইজ : ৪.৮ মেগাবাইট
কারেন্ট ভার্সন: ২.০
রিকয়ার অ্যান্ড্রয়েড : ২.৩.৩ +
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর কয়েকদিন পর ই অনুষ্ঠিত হবে মুসলিমদের পবিত্র ঈদ-উল-আযহা বা কুরবানী ঈদ।আর তাই আজ আপানাদের সামনে নিয়ে আসলাম কুরবানী ঈদের জন্য একটি প্রয়োজনী অ্যা্ন্ড্রয়েড অ্যাপ “Masael Qurbani মাসায়েল কুরবাণী”।
এতে রয়েছে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে ঈদ উল আযহা, মাসায়েল কুরবাণী, কুরবাণীর সকল নিয়ম কানুন।
আসুন জেনে নেই কি রয়েছে এতে --
১। কুরবানীর সংজ্ঞা, ঈদ উল আযহা :
* কুরবানীর গুরুত্ব
* কুরবানীর উদ্দেশ্য
* কুরবানীর হুকুম
* কুরবানীর তাৎপর্য
* কুরবানীর ফাযায়েল
* যিলহাজ্জ মাসের ১ম দশকের ফযীলত
* আরাফার দিনের রোজা
* কুরবানীর ইতিহাস
২। কুরবানীর মাসায়েল :
* চুল-নখ কাটা
* কুরবানীর পশু
* ‘মুসিন্নাহ’ দ্বারা কুরবানী
* পরিবারের পক্ষ হইতে একটি পশুই যথেষ্ট
* কুরবানীতে শরীক হওয়া
* কুরবানী করার পদ্ধতি
* কুরবানী যবহকালীন দোয়া
* নামায ও খুৎবার পূর্বে কুরবানী
* গোশত বন্টন এর নিয়ম
* গোশত সংরক্ষণ
* মৃত ব্যক্তির নামে কুরবানী
* কুরবানীর গোশত ও চামড়া বিক্রয় করা
* পশু যবহ ও কুটা-বাছার মজুরী
* ঈদের দিনে সকালে কিছু খেয়ে বা না খেয়ে বের হওয়া
* কুরবানীর বদলে তার মূল্য ছদকা করা
* কুরবানীর অন্যান্য মাসায়েল
৩। ঈদায়নের মাসায়েল :
* ঈদের সংজ্ঞা
* ঈদের প্রচলন
* ঈদের দিন করণীয়
* ঈদের সময়কাল
* ঈদের ফযীলত ও নিয়ত
* ঈদের তাকবীর ধ্বনি
* তাকবীরর শব্দাবলী
* ঈদের নামাজ আদায়ের পদ্ধতি
* খুৎবা
* ঈদের নামাজে মহিলাদের অংশগ্রহণ
* ময়দানে ঈদের জামাত
* জুম’আ, ঈদ ও আক্বীক্বা একই দিনে হলে
* ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর
* তাকবীরে তাহরীমা সহ কি-না
* ছয় তাকবীর
* ঈদের অন্যান্য মাসায়েল
* দুই ঈদের দিন রোজা নিষিদ্ধ
* ঈদের দিন কুশল বিনিময়
* ঈদের ক্বাযা
আমি শাহীন জাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।