আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের Lock Screen এ নিজের নাম লিখবেন। এবং Shortcut Icon পরিবর্তন করবেন। এর আগে আমি এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। এন্ড্রোয়েডের উপর আমার এর আগের টিউনসটি ছিল কম্পিউটারে সাউন্ড বক্স নেই তো কি হয়েছে। এবার এন্ড্রোয়েড মোবাইলের Speaker কে কম্পিউটারের Sound Box হিসাবে ব্যবহার করুন। গান শুনুন Sound Box ছাড়াই। এই টিউনসটি পড়তে ক্লিক করুন এখানে আর ভিডিও দেখার জন্য ভিডিও উপর ক্লিক করুন।
আর কথা নয়। শুরু করি আজকের টিউনস কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের Lock Screen এ নিজের নাম লিখবেন এবং Shortcut Icon পরিবর্তন করবেন।
১) প্রথমে সেটিং এ যাব
২) lock screen and security যাব
৩) info and app shortcuts যাব
৪) owner information যাব এবং নিজের নাম লিখে done করব
৫) এর নিচের অপশন app shortcuts যাব
৬) left shortcut এবং right shortcut যে যে icon চাই তা নির্বাচন করে দিব
৭) এখন মোবাইল টি একবার লক করলেই বুঝা যাবে
পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ Zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে।
সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন
ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন যেটির নাম Tell 4 Your। আমি এর আগে জাতীয় পরিচয় পত্র NID এবং এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।