কম্পিউটারে সাউন্ড বক্স নেই তো কি হয়েছে। এবার এন্ড্রোয়েড মোবাইলের Speaker কে কম্পিউটারের Sound Box হিসাবে ব্যবহার করুন। গান শুনুন Sound Box ছাড়াই

আজ আমি টিউনস করব  কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের Speaker কে কম্পিউটারের Sound Box হিসাবে ব্যবহার করবেন। এবং গান শুনবেন Sound Box ছাড়াই। এর আগে আমি এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা  সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। এন্ড্রোয়েডের উপর আমার আগের টিউনসটি ছিল কিভাবে এন্ড্রোয়েড মোবাইলে হেডফোনের  অ্যাডভ্যান্স সেটিং ব্যবহার করবেন। এই টিউনসটি পড়তে ক্লিক করুন এখানে আর ভিডিও দেখার জন্য ভিডিও উপর ক্লিক করুন।

তাহলে শুরু করি আজকের টিউনস কিভাবে এন্ড্রোয়েড মোবাইলের speaker কে কম্পিউটারের sound box হিসাবে ব্যবহার করবেন। এটির জন্য আমাদের একটি এপসের দরকার হবে যেটি আমরা play store থেকে ডাউনলোড করব।

১) প্রথমে আমরা সাউন্ড ওয়্যার নামে এপসটি ডাউনলোড করব মোবাইল এবং কম্পিউটার ভারসন দুটোই।

২) ডাউনলোড করার পর দুটোই মোবাইল এবং কম্পিউটারে ইন্সটল করব।

৩) মোবাইল টি ডাটা ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ করব।

৪) কম্পিউটার এবং মোবাইল থেকে সফটওয়ার দুটি ওপেন করব।

৫) কম্পিউটার থেকে সফটওয়ারের input select এর ড্রপ ডাউনে ক্লিক করে speaker select করব।

৬) মোবাইলে এপসের মাঝখানে যে image দেখাচ্ছে সেটিতে ক্লিক করব।

এখন কম্পিউটার থেকে যেকোন গান play করতে হবে।

পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে। এই ভিডিও তে প্রত্যেকটা ধাপ zoom করে দেখানো হয়েছে। প্রত্যেকটা command marking করে দেখানো হয়েছে। কোন লিং থেকে সফটওয়ার ডাউনলোড করবেন সে দেখানো হয়েছে।

সুতরাং আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। তার জন্য ভিডিও টি দেখুন

এন্ড্রোয়েড মোবাইলের speaker কে কম্পিউটারের sound box হিসাবে ব্যবহার করুন। কোন ঝামেলা ছাড়াই

 

Watch Video

ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। আমি এর আগে জাতীয় পরিচয় পত্র NID এবং এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।

আমার channel link

 

আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ

Level New

আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস