আর কম্পিউটার নয় এবার এন্ড্রোয়েড মোবাইল চালু করুন Safe Mode এ।নিজেই ঠিক করুন virus সহ মোবাইল সিস্টেমের ছোট খাট সমস্যা। সফটওয়ার ছাড়াই।

আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইল Safe Mode এ চালু করতে হয়। এন্ড্রোয়েডের উপর এটি আমার তৃতীয় টিউনস। এর আগে টিটিতে প্রকাশিত আমার প্রথম ও দ্বিতীয় টিউনস যারা পড়েন নাই তারা প্রথমদ্বিতীয় লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। মূল টিউনসে যাওয়ার আগে Safe mode সম্পর্কে কিছু কথা বলে নিই। আমরা প্রতিদিন প্রচুর পরিমানে মোবাইল ব্যবহার করি, যেমন ইন্টারনেট ব্রাউজ করি গেম খেলি অন্যের সাথে ফাইল শেয়ার করি যে সব কারনে আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন System error message দেখায়। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন কম্পিউটারেও বিভিন্ন System error message দেখায়। অনেক সময় কম্পিউটার ঠিক মত বুত হয় না বা Black Screen এসে বসে থাকে। এই সব ক্ষেত্রে আমারা কম্পিউটার Safe Mode চালু করি এবং দেখা যায় অনেক ক্ষেত্রে সমস্যা সমাধান হয়ে যায়। ঠিক মোবাইলও একই ভাবে কাজ করে। মোবাইল আমরা Safe mode এ চালু করে ছোটখাট সমস্যা নিজেরাই ঠিক করতে পারি। এখন আসি আমরা মূল টিউনসে

১) মোবাইল পাওয়ার অফ করতে হবে।

২) এরপর  safe mode  চালু করার জন্য মোবাইলে পাওয়ার বাটন এবং  ভলম ডাউন বাটন চেপে ধরে রাখুন যতক্ষন না মোবাইলের হোম screen আসে।

৩) এখন হোম screen এর নিচে বাম পাশের কোনায় লক্ষ করুন safe mode দেখা যাচ্ছে।

৪) এখন মোবাইলটি নরমান মূডে চালু করার জন্য আবারও পাওয়ার বাটন চাপুন এবং restart select করুন।

এখন দেখবেন মোবাইল আগের চেয়ে অনেক ভাল কাজ হচ্ছে।

পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে।

আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। ইনশাল্লাহ্‌

আর কম্পিউটার নয় এবার এন্ড্রোয়েড মোবাইল চালু করুন Safe Mode এ।নিজেই ঠিক করুন virus সহ মোবাইল সিস্টেমের ছোট খাট সমস্যা। সফটওয়ার ছাড়াই।

 

Watch Video

ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। আমি এর আগে জাতীয় পরিচয় পত্র NID এবং এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।

আমার channel link

আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ

 

Level New

আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস