এন্ড্রোয়েড মোবাইলে হেডফোনের নরমাল সেটিং আর নয় এবার অ্যাডভ্যান্স সেটিং ব্যবহার করুন। গান শুনুন আরও সুন্দর ভাবে। কোন সফটওয়ার ছাড়াই।

আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। এর আগে আমি জাতীয় পরিচয় পত্র NID এবং এন্ড্রোয়েড মোবাইলের উপর কয়েকটি টিউনস করেছি। যারা আমার আগের টিউনসগুলো পড়েন নাই তারা  সকল টিউনস লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। এন্ড্রোয়েডের উপর আমার আগের টিউনসটি ছিল মোবাইল চুরি হওয়া থেকে কিভাবে রক্ষা করা য়ায়। এই টিউনসটি পড়তে ক্লিক করুন এখানে আর ভিডিও দেখার জন্য ভিডিও উপর ক্লিক করুন।

আজ আমি টিউনস করব কিভাবে এন্ড্রোয়েড মোবাইলে হেডফোনের  অ্যাডভ্যান্স সেটিং ব্যবহার করবেন।

১) প্রথমে মোবাইলের সাথে হেডফোন সংযোগ করতে হবে।

২) মোবাইলের সেটিং option এ যেতে হবে এবং  এখান থেকে sounds and vibrations option যেতে হবে।

৩) Volume এ যেয়ে মিডিয়া volume ১০০% করার পর এখান থেকে ব্যাকে আসতে হবে।

৪) এরপর sound quality and effects যেয়ে adapt sound এ  প্রবেশ করে on করতে হবে।

৫) এরপর soundalive on করতে হবে।

৬) এরপর tube amp on করতে হবে।

পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে।

আপনি না পারলেও আমি আপনাকে পারিয়েই ছাড়বো। ইনশাল্লাহ্‌

 

Watch Video

ইউটিউবে আমার চ্যানেলটি একেবারে নতুন। আমি এর আগে জাতীয় পরিচয় পত্র NID এবং এন্ড্রোয়েডের উপরে কয়েকটি টিউনস করেছি। টিটি তে নতুন এসেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে টিটি র ভাইয়েরা আমার সাথে থাকলে বাকি টা আল্লাহ ভরসা। সাথে থাকার জন্য channel কে subscribe করুন। টেকনোলজির আপডেট বিষয়গুলো শেয়ার করে নিব।

আমার channel link

আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিজ

 

Level New

আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস