আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। এর আগে আমি টিউনস করেছি জাতীয় পরিচয় পত্র NID বা ভোটার আইডি কার্ড নিয়ে। যারা ঐ টিউনস গুলো দেখেন নাই তারা প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় লেখাতে ক্লিক করে পড়ে নিতে পারেন। আজ আমি টিউনস করব কিভাবে আপনার এন্ড্রোয়েড মোবাইল ফোন টি চুরি হওয়া থেকে রক্ষা করবেন। এটির জন্য আমার একটি অ্যাপসের দরকার হবে। যেটি আমরা play store থেকে ডাউনলোড করে কাজটি করব। যারা অ্যাপটি ব্যবহার করেন নাই তাদের জন্য। আর যারা ব্যবহার করেছেন তারা তো বস। এখন দেখি অ্যাপসটির ইন্টারফেস এর প্রথমেই আছে charger detection mode এটির কাজ হল মোবাইলটি চার্জে লাগানো থাকা অবস্থায় যদি কেউ খুলে ফেলে তাহলে এটি এলার্ম দিবে। এরপর আছে motion detection mode এটি active করে মোবাইল কোথাও রেখে দিলে যদি কেউ মোবাইল টি অন্য কোথাও move করায় তাহলে সাথে এলার্ম দিবে। এরপর আছে proximity detection mode এটি active করে পকেটে রেখে দিলে যদি কেউ পকেট থেকে মোবাইল টি বাহির করে তাহলে এটি সাথে সাথে এলার্ম দিবে। এরপর আছে sim detection mode এটি যদি active থাকে তাহলে যদি কেউ মোবাইলের সিম পরিবর্তন করে তাহলে এটি সাথে সাথে এলার্ম দিবে। পুরো প্রক্রিয়া টি video তে দেখতে আমার channel visit করতে পারেন। video তে খুবই চমৎকার ভাবে বিস্তারিত দেখানো হয়েছে।
আপনি না পারলে video টি দেখুন আমি আপনাকে পারিয়েই ছাড়বো। ইনশাল্লাহ্
আমি চিশতিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।