হ্যালো
সবাই কেমন আছেন ?? আমি সাজ্জাদ। আশা করি সবাই ভালো।
মেসেজ আদান প্রদান এর অন্যতম জনপ্রিয় এন্ড্রয়েড অ্যাপ হোল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যদিও এন্ড্রয়েড ফোনে অনেক জনপ্রিয়। কিন্ত আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারে ও ব্যবহার করতে পারেন। এটা খুব সহজ একটা কাজ।
যাই হোক এখন দেখাবো কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইনস্টল ও ব্যবহার করবেন ...
চলুন শুরু করি।
১) প্রথমে http://www.whatsapp.com/download এই লিঙ্ক এ গিয়ে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ডাউনলোড করুন।। আপনার কম্পিউটার ৩২/ ৬৪ বিট সেটার উপর নির্ভর করে ডাউনলোড করবেন।
২) ডাউনলোড শেষ হোলে ইনস্টল করুন অন্য সফটওয়্যারের মতো।
► ► পুর ভিডিও টা দেখতে ক্লিক করুন ◄◄
১) ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।
2) নিচের ছবির মতো QR স্কান কোড দেখাবে। আপনার এন্ড্রয়েড/আইফোন মোবাইলটি হাতে নিন। হোয়াটসঅ্যাপটি ওপেন করুন।
এন্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ইন্সটল করা না থাকলে এখানে থেক করে নিন
৩) এবার আপনার ফোন যদি এন্ড্রয়েড হয়ঃ Open Whatsapp> Menu; > WhatsApp web যদি আইফোন হলেঃ Open Whatsapp> Settings> WhatsApp web ক্লিক করুন
৪) Menu-তে ক্লিক করে WhatsApp web-এ ক্লিক করুন। QR কোড স্কেনার ওপেন হবে।
৫) এবার মোবাইলটি আপনার কম্পিউটারের স্ক্রিনের সামনে QR কোড এর উপর ধরুন যাতে কোড স্ক্যান হয়। QR কোড স্ক্যান হলে অটোমেটিক WhatsApp আপনার কম্পিউটারে ওপেন হবে। যদি QR কোড স্ক্যান না হয় পূনরায় চেষ্টা করুন।
অবশ্যই মোবাইলে এবং কম্পিউটারে ইন্টারনেট সংযোগ রাখতে হবে।
প্রয়োজনে আপনি আপনার কম্পিউটারে WhatsApp থেকে লগআউট/ লগইন করতে পারবেন। তবে বার বার QR কোড স্ক্যান করার ঝামেলা এড়াতে ‘Keep me signed in’ অপশনটি চেক করুন ।
এখন আপনার কম্পিউটার এ নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ চালান।
► ► পুর ভিডিও টা দেখতে ক্লিক করুন ◄◄
আমি চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।