চোখ ধাঁধানো Wallpaper ডাউনলোড করে নিন আপনার এন্ড্রোইড মোবাইল আর ডেস্কটপ এর জন্য।

শুভেচ্ছা সকলকে। নিশ্চই সবাই খুব ভালো আছেন ? নিয়ে এলাম আপনাদের জন্য HD Wall Paper, যা আপনার এন্ড্রোইড মোবাইল বা ডেস্কটপ এর জন্য আলাদা ভাবে হাইলি অপ্টিমাইজ করা।

উদাহরণ দেখুন

 

Blue Eye
HD Inside

 

 

 

Rainbow Mixer
Rainbow

 

কিছু ছবি আছে যা আপনি এমনিতেই হিসেবে ব্যবহার করতে পারবেন।রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরির বিভিন্ন এইচডি ওয়ালপেপার।

Butterfly

 

Cute Cartoons

 

 

তাহলে আর দেরি না করে জলদি ডাউনলোড করে নিন নিচের ড্রপ বক্স লিংক থেকে।

 

কিছু  বিশেষ কথা 

চলছে বর্ষাকাল .যদি কখনো আপনার ফোনে পানি ঢুকে যায় .

মোবাইল সেটে পানি ঢোকার পর একে ফেলে রাখা উচিত নয়, যতো তাড়াতাড়ি সম্ভব এটি সেই প্রতিষ্ঠানের নিজস্ব সেবাকেন্দ্রে নিয়ে গিয়ে দেখাতে হবে। আর তা সম্ভব না হলে সেট মেরামত করে এমন কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে দেখাতে হবে। এর ফলে নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে।

এ জন্য জরুরি কিছু টিপস তুলে ধরা হলো-

১) বৃষ্টির মৌসুমে বাসা থেকে বের হওয়ার সময় একটি প্লাস্টিকের প্যাকেট বা জিপলক পাউচ সঙ্গে রাখুন। বাজারে এখন বিভিন্ন দামেই এ পাউচ কিনতে পাওয়া যায়। সামর্থ্য অনুযায়ী পাউচ কিনুন। খুব বেশি খরচ হবে না। এটি আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে।

২) স্মার্টফোনের বড় শত্রু বৃষ্টি। বৃষ্টির একটা ফোঁটাও স্মার্টফোনে ঢুকে যায়, তাহলে আপনার ফোনটি নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য ওয়াটার প্রুফ স্মার্টফোন কেনা ভালো। আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাওয়ার সময় একদম ফোনে কথা বলবেন না।

৩) ফোনে আজকাল অনেকেই নানারকম কভার ব্যবহার করেন। আপনিও চেষ্টা করুন ওয়াটার প্রুফ কোনও কভার ব্যবহার করতে।

৪) বৃষ্টির মধ্যে ফোনে কথা বলাটা যদি খুবই প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

৫) বৃষ্টিতে বাইরে বেরোনোর সময় আপনার স্মার্টফোনটি সুইচ অফ করে দিন। তাতে যদি কোনওভাবে পানি ঢুকেও যায়, তাহলেও খুব একটা ক্ষতি করবে না।

 

কোনো প্রকার ভুল এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

অনেক এন্ড্রোইড গেম ডাউনলোড করতে পারেন  এখানে .

ভালো লাগলে ঘুরে আসতে পারেন এই সাইট টি থেকে।
সবাই অনেক ভালো থাকবেন।

Level 0

আমি Rudro Raajib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস