আস সালামু আলাইকুম।
একজন টেকটিউনস ফ্যান এর লেখা টিউন শেয়ার করছি।
লেখা: মোঃ মশিউর রহমান পিয়াস।
ফেসবুক লিংক: https://mobile.facebook.com/profile.php?id=100013223672295
উনার লেখা থেকেই শুরু করছি-
#my 1st Post discovered by me#
আমাদের প্রত্যেক এর Android মোবাইল আছে। কিন্তু iPhone এর দিকে আমাদের ঝোক এখনো বেশি।
বিশেষ করে iPhone এর বিভিন্ন সিস্টেম এর মজা আমাদের Android এ করতে পারলে আমরা তো মহাখুশি।
#iPhone এর একটি বিশেষ ফিচার হলো যেখানে টাচ করা হয় সেখানে pointer আসে। যদিও এটি এখন Android app -Assestive touch বা Easy touch দ্বারা সম্ভব হতে পারে।
তবুও আমি এরকম একটা টিপস উদ্ভাবন করলাম যাতে করে কোন প্রকার App ব্যবহার না করেই এই মজা পাওয়া যায়।
সেজন্য ইউজার কে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে:-
১))) মোবাইল এর Setting অপশন এ যেতে হবে
২))) তারপর Developer Option এ যেতে হবে।{যদি developer Option না থাকে তাহলে মোবাইল এর settings এ গিয়ে about এ গিয়ে (Lollipop মোবাইল এর জন্য) Software Version/ Build number এ ৫/৬ বার click করতে হবে। তাহলে Developer option চালু হবে।
৩))) তারপর আবার Setting এ যান Developer Option এ ক্লিক করুন। তারপর আপনি অনেক গুলো Option পাবেন। সেখান থেকে Input সিরিয়াল এর SHOW TOUCH নামের একটি অপশন এ ক্লিক করলে অন হয়ে যাবে।
এখন মজা লূটুন iPhone এর touch এর মতো!
টিউন ক্রেডিট: মোঃ মশিউর রহমান পিয়াস।
(https://mobile.facebook.com/profile.php?id=100013223672295)
টিউন সম্পাদনাঃ আরিফ হোসেন শাহিন। (https://mobile.facebook.com/arif.h.shahin)
ধন্যবাদ!
ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফিজ।
আমি আরিফ হোসেন শাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Very Sensitive..