সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,
আসসালামু আলাইকুম, কেমন আছেন?
আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন।আমিও সেই মহান সত্ত্বার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক।
Huawei (EMUI) Android ফোনে কিভাবে থিম ইন্সটল বা ইউজ করবেন তা পর্যায়ক্রমে বর্ণনা করা হলো।
১. প্রথমেই Huawei এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে নিন।
সাইট লিংক।
অথবা অন্য যেকোনো জায়গা থেকে থিম ডাউনলোড করুন।
ডাউনলোড করা থিম গুলো অবশ্যই .hwt ফরম্যাটের হতে হবে।
২. এবার যেকোনো একটি ফাইল ম্যানেজার ওপেন করে ডাউলোড করা .hwt ফাইল গুলো Hwthemes ফোল্ডারে move/copy করুন।
Hwthemes ফোল্ডার না থাকলে তৈরি করে নিন।
৩. এরপর Themes নামের app টি ওপেন করুন।
App টি ওপেন করলে সেখানে আপনার ডাউনলোড করা থিম গুলো দেখতে পাবেন।
এবার যেকোনো থিমে ক্লিক করে apply বাটনে ক্লিক করুন।
থিম apply হতে কিছুক্ষন সময় লাগবে।
Apply কমপ্লিট হয়ে গেলে ফোনটি রিস্টার্ট করুন।
Enjoy করুন Huawei এর অসাধারণ এই ফিচারটি। থিম ইউজ করে আপনার ফোনকে বানিয়ে ফেলুন iPhone বা S6 edge। আর চমকে দিন আপনার বন্ধুদের।
তবে Huawei এর লো বাজেট ফোন যেমন huawei honor bee, huawei y3ii গুলোতে EMUI লাইট ভার্সন ব্যবহার করার কারণে কোনো কোনো থিম এই phone গুলোতে পুরোপুরি কাজ করেনা।
তাই এই ফোন গুলোর জন্য স্পেশাল কয়েকটি থিম নিচে দেয়া হলো।
Circle,
The theme green
Blue bubble
এরকম আরো থিম পেতে আমাদের ফেইসবুক পেজটি লাইক করে সাথেই থাকুন
পুরো প্রক্রিয়াটি আরো সহজ ভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখতে পারেন।
How to use (install) themes on Huawei (EMUI) Android device bangla
শেষ কথাঃ
টিউনটি যদি আপনাদের কিঞ্চিৎ ভালো লেগে থাকে তাহলে Social media তে শেয়ার করুন। টিউনে আলোচিত কোন বিষয় বুঝতে যদি কারও কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন ধরনের মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি। তবে একান্ত প্রয়োজনে কপি পেস্ট করলে অবশ্যই মূল লেখার লিংক উৎস হিসেবে কপি পেস্ট টিউনে যোগ করে দিই। পরিশেষে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবারো কথা হবে আগামীতে কোন দিন অন্য কোন টিউনে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরও ভালো মানের টিউন আপনাদের উপহার দিতে পারি,
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।
টিউনটি BD ICT Blog থেকে সংগৃহীত
সৌজন্যে: Basic Android & Electronics
যেকোনো প্রয়োজনে: আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন।
আমি Md Alomgir Hussain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
official website er link e google translator kano bujhlam na vai