হুয়াওয়ে GR 5 মিনি ও Y6 টু নামে দুটি হ্যান্ডসেট মডেল নিয়ে এসেছে 'বাংলাদেশে'।
জিআর 5 মিনি ও ওয়াই 6 টু নামে দুটি হ্যান্ডসেট মডেল নিয়ে এসেছে বাংলাদেশে হুয়াওয়ে। হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বিশ্বজুড়েই জিআর ৫ হ্যান্ডসেটটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। এর ধারাবাহিকতায় হুয়াওয়ে বাংলাদেশের বাজারে জিআর 5 মিনি নিয়ে এসেছে। 5.2 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ও আকর্ষণীয় ডিজাইনের জিআর 5 মিনিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যানড্রয়েড মার্শম্যালো 6.0। প্রসেসর হিসেবে রয়েছে শক্তিশালী হাই সিলিকন কিরিন 650, 16 ন্যানোমিটার 64-বিট অক্টাকোর প্রসেসর। জি আর 5 মিনির মূল আকর্ষণ হলো ফোনটির আউটলুক। সেই সঙ্গে আছে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। হাই কোয়ালিটি ছবির পাশাপাশি চমৎকার Selfie তোলার জন্য ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা আর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
হুয়াওয়ের দ্বিতীয় প্রজন্মের 360 ডিগ্রি ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ফোনটির ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে। জিআর ৫ মিনিতে রয়েছে ২ জিবি র্যাম আর 16 জিবি ইন্টারনাল স্টোরেজ, যা 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এ ছাড়া ফোনটিতে রয়েছে আলট্রা পাওয়ারফুল 3000 এমএএইচ ব্যাটারি। ফোনটি একবার সম্পূর্ণ চার্জ দিলে টানা ব্যবহার করা যাবে দুদিন আর অনেক বেশি ব্যবহারের ক্ষেত্রে একবার সম্পূর্ণ চার্জে ফোনটি দেড় দিন ব্যবহার করা যাবে। দেশের বাজারে হ্যান্ডসেটটি সোনালি, রুপালি ও ধূসর এই তিন রঙে পাওয়া যাবে। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে 18 হাজার 490 টাকা।
হুয়াওয়ে ওয়াই সিরিজের একদমই নতুন মডেল হুয়াওয়ে ওয়াই 6 টু। আগের ওয়াই সিরিজের ফোনগুলোর তুলনায় হুয়াওয়ে ওয়াই 6 টু ফোনটির স্ক্রিন বড় এবং ফোনটিতে রয়েছে উন্নত ফ্রন্ট ক্যামেরা ও ব্যাটারি। ফোনটিতে আছে 5.5 ইঞ্চির এইচডি ডিসপ্লে, ও কিরিন 620, 64-বিট A53 অক্টাকোর প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 6.0 মার্শম্যালো ও হুয়াওয়ের 4.1 EMUI। পাশাপাশি থাকছে 2জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ, যা 128 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর অসাধারণ সেলফি ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার V2.0। এ ছাড়া হাই কোয়ালিটি ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ফোনটিতে রয়েছে হুয়াওয়ের প্যাটেন্টকৃত পাওয়ার সেভিং প্রযুক্তির 3000 হাজার এমএএইচ ব্যাটারি।
দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে কালো, সোনালি ও সাদা এই তিন রঙে। হুয়াওয়ে ওয়াই 6 টুর দাম নির্ধারণ করা হয়েছে 14 হাজার 990 টাকা।
সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটে
আমি আলমগীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।