কোন রকম মোবাইল স্পর্শ না করে ডাউনলোড করুন এড্রয়েড ফোনের যেকোন এপ্স !

বন্ধরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি আপনার সবাই খুব ভাল আছেন। আমি কিন্তু জানি না আগে এ রকম টিপস টেকটিউনে টিউন করছে কিনা,যদিও টিউন করে থাকে আমি আবার টিউন করলাম। যদি কোন রকম আমার ভুল হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন।

তো কাজের কথায় আসা যাক আমি আজ যা দেখাবো তা হল,আমরা যারা পিসি ইউজ করে থাকি  আমাদের সবার কিন্তু একটা এন্ড্রয়েড ফোন আছে। অনেক সময় আমাদের মোবাইলে নানা রকম এপ্স ডাউনলোড করতে হয় যখন আমরা পিসিতে নেট ইউজ করে থাকে। এ রকম ভাবে যদি কোন এপ্স ডাউনলোড করতে হয় তাহলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের প্লেস্টোর যে জিমেল দিয়া লগিং করেছেন সেই জিমেলই এবং সেই জিমেইলের পাসওয়ার্ড লাকবে।

প্রথমে আপনাকে পিসি থেকে যেকোন ব্রাউজার ওপেন করে টাইপ করতে হবে paly.google.com এ  । তখন আপনি সেখানে দেখতে পাবেন sign in. ঐখানে ক্লিক করলে আপনাকে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার মোবাইলের প্লেস্টোর যে জিমেইল দিয়া লগিং করেছেন ঠিক এখানেও সেই একই জিমেইল দিয়া লগিং করবেন। যেই এপ্সটি আপনি ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে install এ ক্লিক করবেন তখন আপনি একটা Choose a device এরকম নোটিফিকেশন বক্স থেকে আপনার ফোনটা সিলেক্ট করে আবার install এ ক্লিক করবেন।

আপনার কাজ কিন্তু শেষ, দেখুন আপনার মোবাইলে সেই এপ্সটি ডাউনলোড শুরু হয়েছে। যদি ক্লিয়ারভাবে বুঝতে না পারেন আপনাদের বুঝার সুবিধার জন্য আমি ভিডিও লিংকটা দিয়া দিলাম

https://www.youtube.com/watch?v=sQzU0qcQ7-o

Level 0

আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস