অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-১৩] :: PicsArt দিয়ে যেভাভে ড্রামাটিক ইফেক্ট তৈরী করবেন।

আসসালামু আলাইকুম টেকটিউনস-বাসী। আমার আশা করি রহমতের মাসে আল্লাহ্-র রহমতে সবাই ভাল আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করতে যাচ্ছি।

আমার অ্যান্ড্রয়েড ফটো এডিটিং- টিউনের ১৩ নং পর্বে সবাইকে স্বাগতম। আর আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে Oil painting effect ইউজ করতে হয়। কিন্তু তেমন সাড়া পাইনি। শুধু এই টিউটোরিয়ালে নয়, বরাবরই সাড়াহীনভাবে টিউন করে যাচ্ছি। আপনাদের ভাল লাগা না লাগা অথবা চাহিদা না থাকলে টিউন করে লাভ বা মজা কোনটাই নাই। আশা করছি ফিডব্যাক জানাবেন।

আর পুর্বের টিউন দেখতে এখানে ক্লিক করুন।

এবার কাজের কথায় আশা যাক।
PicsArt photo studio এখন স্মার্টফোন প্লাটফর্মের জন্য একটি জনপ্রিয় এপ। অনেকেই দারুণ দারুণ ছবি এডিট করছে। আজকের টিউটোরিয়ালে Picsart-এর Color splash সহ বেশ কয়েকটি অপশনের ব্যবহার দেখানো হয়েছে। আশা করি আপনাদের ভাল লাগবে। আর খারাপ লাগলেও জানাবেন।

টিউটোরিয়াল লিঙ্ক : Picsart। How to make dramatic effect on picsart photo studio। picture editor - tutorial

preview

ভুল ত্রুটি ধরিয়ে ক্ষমা করবেন।

পুর্বের কিছু টিউন :

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-১২] :: এবার মোবাইল দিয়েই প্রফেশনাল Oil paint effect দিন।

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-১১] :: সজজেই ব্যাকগ্রাউন্ড ব্লার করুন একদম প্রফেশনালভাবে। Without (Afterfocus)।

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-১০] :: ম্যানিপুলেশন করার ধারণা নিয়ে যান।

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৯] :: এবার চুল নিয়ে আর বিভ্রান্তি ঘটবে না ব্যাকগ্রাউন্ড বদলের সময়!

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৮] :: খুব সহজেই লেখার ভেতর ছবি দিন।

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৭] :: কিভাবে ছবি থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলবেন বা প্রয়োজনে বাড়াবেন।

অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৩] :: দেখে নিন মরা ঘাসগুলোকে কিভাবে জীবন দিবেন।

Thanks For everything.
Don't forget to subscribe my channel.

Level 0

আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি PicsArt ইউজ করি। কিন্তু এরকম এফেক্ট দেয়ার কথা আমি ভাবিনি। ধন্যবাদ আপনাকে।
এবার চেষ্টা করব।…

    টিউটমেন্টের জন্য ধন্যবাদ।

ভাই আপনি ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য কোন কোন আ্যাপস ব্যবহার করেন জানালে উপকৃত হতাম। পারলে ডাউনলোড লিংকগুলো দিন।ধন্যবাদ