স্মার্টফোন ব্যবহারকারীদের সবাই একটা কমন সমস্যায় ভুগেন। সেটা হল Battery problem. স্মার্টফোনগুলোতে চার্জ খুব দ্রুতই ফুরিয়ে যায়। তবে কিছু টিপস follow করলেই আমরা আগের থেকে আরও ভাল Battery backup পেতে পারি। আজকে এরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি, একইসাথে ব্যাটারি চার্জিং নিয়ে কিছু প্রচলিত ভুল ধারনা তুলে ধরার চেষ্টা করছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
১। মোবাইলের brightness যথাসম্ভব কমিয়ে রাখুন।
২। অযথাই Bluetooth, Wi-fi, Mobile Data, GPS অপশন চালু রাখবেন না। দ্রুত চার্জ চলে যাওয়ার এটা একটা প্রধান কারণ।
৩। Screen timeout duration কমিয়ে 15 or 30 seconds রাখুন। এজন্য Settings> Display> Screen timeout এ যান।
৪। Keypad tone এবং Vibration বন্ধ রাখুন।
৫। Auto synchronization feature disable করুন। Settings> Accounts> Click on particular account. ‘Google’ disable করতে ভুলবেন না।
৬। Non-essential notifications অফ করে রাখুন।
৭। Background-এ চলা অপ্রয়োজনীয় application বন্ধ করুন। Settings> Application manager> Force Stop on particular application. Multitasking ব্যাটারি লাইফ কমায়।
৮। Black/Dark wallpaper এবং theme ব্যবহার করুন।
৯। Live wallpaper ব্যবহার করবেন না। দেখতে সুন্দর লাগলেও এগুলো আপনার ব্যাটারি লাইফ কমিয়ে দেয়।
১০। অনেক মোবাইলেই Built in Battery Saver Mode থাকে। আপনার স্মার্টফোনটিতে যদি এই feature-টা থেকে থাকে, অবশ্যই ব্যবহার করুন।
১১। দুঃখজনক হলেও সত্য যে, Facebook অ্যাপ্লিকেশান অনেক বেশি চার্জ নষ্ট করে।
১২। Charging-এর ক্ষেত্রে অবশ্যই হ্যান্ডসেটের সাথে পাওয়া চার্জার ব্যবহার করা উচিত।
১৩। মাঝেমাঝে কয়েক ঘণ্টার জন্য মোবাইল বন্ধ রাখুন। যেমন ধরুন সপ্তাহে ১ বার।
১৪। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। যদি আপনি এমন কোথাও যান যেখানে আপনার ব্যাটারির অনেকক্ষণ চার্জ থাকা প্রয়োজন, তাহলে Flight mode বা Airplane mode অন রাখুন। এই মোডে আপনার মোবাইল খুব দ্রুত চার্জ হবে এবং চার্জও অনেক বেশি সময় থাকবে। তবে অসুবিধার ব্যাপারটা হল এই mode-এ মোবাইলের নেটওয়ার্ক off করে রাখা হয়। তাই এই অবস্থায় আপনি কাউকে কল দিতে পারবেন না এবং কেউ আপনাকে কল দিলে switched off পাবে। এজন্য পরিস্থিতি অনুযায়ী এই ফিচারটি ব্যবহার করুন।
Mobile charging নিয়ে কিছু প্রচলিত ভ্রান্ত বিশ্বাস:
১। অনেকের ধারণা ব্যাটারি full charge করার আগে সম্পূর্ণ charge 0% করতে হবে। এটা একটা মারাত্মক ভুল ধারণা। এতে ব্যাটারী তার চার্জ গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। ব্যাটারী স্থায়ীভাবে নষ্ট হওয়ার পেছনে এটা অন্যতম একটি কারন। মূলত লিথিয়াম আয়নের ব্যাটারিগুলো ভাল রাখার জন্য সবসময় minimum 50% charge থাকা উচিত। এর নিচে হলে চার্জ দিতে হবে। তাই বলে সবসময় একবারে 100% পর্যন্ত চার্জ দেয়াও ব্যাটারির জন্য ক্ষতিকর। একবারে 40/50 থেকে 85% পর্যন্ত চার্জ দেয়া ভাল। তাই বলে 100% পর্যন্ত চার্জ দিবেন না- ব্যাপারটা এমন না। দিবেন, কিন্তু সবসময় না।
২। কয়েক ধাপে ফুল চার্জ দেয়া মোবাইলের জন্য ভাল- আরও একটা প্রচলিত ভুল ধারণা। ব্যাটারির একটা নির্দিষ্ট charging-discharging cycle আছে। আপনি যদি অল্প অল্প করে বহুবার চার্জ করে cycle পূর্ণ করেন, তাহলে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে।
৩। অনেকেই ভাবেন Battery Saver App মনে হয় খুব কাজের। আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এগুলোর প্রায় কোনটাই কাজের না। কেবলমাত্র Greenify এবং ShutApp ব্যবহার করে কিছুটা উপকার পেতে পারেন। তবে অসুবিধার কথাটাও জানিয়ে দিচ্ছি। আপনি দেখবেন হঠাৎ করেই চার্জ 30% থেকে 16% হয়ে গেছে! অর্থাৎ, battery notification accurate পাবেন না।
৪। চার্জ দেয়া অবস্থায় ফোন ব্যবহার করা নিয়েও অনেকের বিভ্রান্তি আছে। প্রকৃতপক্ষে ফোন এবং চার্জার যদি একই ব্র্যান্ডের হয়, তাহলে ফোনকে চার্জ দেওয়ার সময় ব্যবহার করলে কোন সমস্যা হবে না। কিন্তু চার্জ দেয়া অবস্থায় ফোনে কথা বলা ঝুকিপূর্ণ। কারণ মাথার মস্তিষ্ক এবং কানের পাশে ক্রমাগত চার্জের প্রবাহ আপনার মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
৫। আমাদের অনেকেই ভাবেন যে সারারাত ধরে চার্জ দিলে মোবাইলের বারোটা বাজবে। এটা খুব জনপ্রিয় একটা ভুল ধারণা। অধিকাংশ বিশেষজ্ঞদের মতামত হলো, সারা রাত ধরে ফোন চার্জ করলেও কোন সমস্যা নেই। কারন এখনকার যুগের ফোনের সাথে সংযুক্ত সিস্টেম খুব ভালো করেই জানে কখন চার্জ নেওয়া বন্ধ করতে হবে। তারমানে চার্জ ফুল হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি আর চার্জ নিতে পারবে না। কিছু বিশেষজ্ঞদের পরামর্শ হল, দীর্ঘক্ষণ চার্জ দেয়ার ক্ষেত্রে over heating-এর সম্ভাবনা থেকে নিরাপদ থাকতে ফোনের কভার খুলে কোন ঠাণ্ডা স্থানে চার্জে রাখা উচিত।
আজকে এই পর্যন্তই। জাযাকাল্লাহু খাইরান।
আমি নাফিস শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।