প্রথমে নিচ থেকে Apps টি ডাউনলোড করে নিন।
এবার নিচের ভিডিও টি দেখে কাজ শুরু করে দিন।
http://www.youtube.com/watch?v=Ig-zI_RylXY
আরও অনেক শব্দ লিখতে হবে তাই নিচের টুকু,
আসছে গুগলের মডুলার ফোন
২৫ মে ২০১৬, ১৭:০১
অমর্ত্য গালিব চৌধুরী
গুগলের মালিকানাধীন অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রোডাক্টস (এটিএপি) গ্রুপ এই নতুন ঘরানার ফোন তৈরি করেছে। ছবি : টেলিগ্রাফ
বহু প্রতীক্ষার পর অবশেষে টেক জায়ান্ট গুগল ঘোষণা দিল সামনের বছরই তারা বাজারে আনতে যাচ্ছে মডুলার অ্যান্ড্রয়েড ফোন।
‘প্রজেক্ট আরা’ নামে আপাতত পরিচিত এই স্মার্টফোনের বিশেষত্ব হলো, এটির বিভিন্ন অংশ প্রয়োজনে পরিবর্তন করা যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে এ খবর।
Advertisement
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক সম্মেলনে গুগল কর্তৃপক্ষ এই নতুন ফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয়। ৫ দশমিক ৩ ইঞ্চি দৈর্ঘ্যের এই ফোনের মূল অংশটির সাথে থাকছে ছয়টি ভিন্ন ভিন্ন অংশ।
প্রয়োজনে এসব অংশ খুলে আলাদা করা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবহারকারীরা ইচ্ছেমতো ক্যামেরা, ফিটনেস ট্র্যাকার, মাইক্রোফোন, স্পিকার বা ব্যাটারি পরিবর্তন অথবা আপগ্রেড করতে পারবেন।
এই মডুলার ফোন থাকলে আপনাকে আর বছর বছর নতুন ফোন কিনতে হবে না সেটা বলাই বাহুল্য। কেবল পছন্দমতো পার্টস কিনে সংযোজন করে নিলেই দিব্যি কাজ চালিয়ে নেওয়া যাবে।
গুগলের মালিকানাধীন অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রোডাক্টস (এটিএপি) গ্রুপ এই নতুন ঘরানার ফোন তৈরি করেছে।
২০১৪ সালেই এটিএপি এই জাতীয় ফোন বাজারে আনার পরিকল্পনা করেছিল। পরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে গুগল গ্রুপটিকে কিনে নেয়। এই প্রকল্পে গুগলের সাথে আরো কাজ করছে প্যানাসনিক, তোশিবা ও সনির মতো বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
এরই মধ্যে বাজারে চলে এসেছে এলজি জি৫, যদিও এতে শুধু ক্যামেরা আর স্পিকার আপগ্রেড করা যায়। গুগলের ঘোষণা অনুযায়ী ২০১৭ সালের শুরুর দিকে বাজারে ছাড়া হবে এই মডুলার ফোন।
আমি বিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কমান্ড না কমেন্ট হবে