সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন।
অনেকদিন পর একটা টিউন করতে যাচ্ছি।
বিভিন্ন কারণে লেখা-লেখি না করায় ভাষাও খুজে পাচ্ছি না।
মুল কথায় আসি।
আমরা স্মার্টফোনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড বদলাতে গিয়ে চুল নিয়ে অনেক ঝামেলায় পরে যাই। ভাল ভাবে কাটাও যায়না আবার কাটলে হয়তো একদমই বাজে দেখায়।
এই সমস্যা সমাধানের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি আমি। টিউটোরিয়ালে দুইটা পদ্ধতি দেখানো হয়েছে।
যাইহোক নিচের এই ভিডিও টিউটোরিয়াল দেখে আপনাদের অনেক সহজ হয়ে যেতে পারে ব্যাপারটা।
ভিডিও লিঙ্ক : Advance hair selection
Video Duration : About 5 Minutes
আমি টিউটোরিয়ালে Adobe photoshop Touch ব্যবহার করেছি।
আর যাদের ফটোশপ টাচ নাই তারা ডাউনলোড করে নেন।
লিঙ্ক ০১ : Download
লিঙ্ক ০২ : Download
দুইটা লিঙ্ক দেখে ঘাবড়ে যাবেন না। যাদের ফোনের রেজুলেশন 720*1280 বা এর চেয়েও বেশি তারা প্রথমটা ডাউনলোড করেন।
আর যাদের ফোনের রেজুলেশন 720*1280 এর চেয়ে কম তারা দুই নাম্বারটা।
এখন থেকে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল বানানোর বানানোর চিন্তা ভাবনা করে যাচ্ছি। আর এমনিতেই নতুন একটা চ্যানেল সবার সাহায্যই কাম্য। ভিডিও ভাল লাগলে অথবা আরো পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
।। ধন্যবাদ।।
পুর্বের টিউন অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৮] :: খুব সহজেই লেখার ভেতর ছবি দিন।
অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৩] :: দেখে নিন মরা ঘাসগুলোকে কিভাবে জীবন দিবেন।
আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥