আসসালামু আলাইকুম।আশা করছি সবাই ভালো আছেন। টেকটিউনস থেকে অনেক জেনেছি।পেয়েছি অনেক প্রয়োজনীয় জিনিস।আমি নিজে হয়ত তেমন প্রয়োজনীয় জিনিস / বিষয় নিয়ে লিখতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি।
আজকে আপনাদের জন্য দিচ্ছি ১ টা চমৎকার Android Game.সাইজ খুবই কম মাত্র 8.7 mb .কিন্তু গেমটা খুবই মজার এবং সময় কাটানোর জন্য খুবই ভালো 🙂 🙂 :-)।সবচেয়ে ভালো দিক হচ্ছে এই গেমটা খেলার জন্য আপনার হাই কনফিগ এর মোবাইল প্রয়োজন নেই।মানে আপনি খুবই অল্প ভার্সন এর android operating system এবং সল্প ram এ এই গেমটা খেলতে পারবেন।বর্তমানে বেশির ভাগ গেম-ই খেলার জন্য ভালো কনফিগারেশন এর মোবাইল ফোন দরকার হয়,অথবা অনেকে আগে ফোন কেনায় android ভার্সন পুরাতন থেকে যায়।তাদের জন্য এই গেমটি সব দিক থেকেই চমৎকার হবে।
গেমটির নাম হচ্ছে Jungle Adventures ।গেমটির অনেক গুলো ভার্সনই বের হয়েছে।এখন চলছে ২.৪ ভার্সন।যারা গেমটি এখনও খেলেননি তারা ডাওনলোড করে নিতে পারেন।আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি -
* ডাওনলোডের সময় download লেখাটির নিচের টিক চিহ্নটি তুলে দিন।
কোথাও বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।
বড় টিউন তো করতে পারি না কিন্তু টেকটিউনস তো ২০০ শব্দের নিচে টিউন করতে দেয় না,কি জ্বালা 😛 😛 😛 ।এজন্য অনেকেই দেখি একি লেখা কয়েকবার বার করে লিখে রাখে।টিউন করার আগে বুঝতাম না কেন যে এসব করে।কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি 😡 😀
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।