আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন হবে সম্পূর্ন একটি পিসি আর ভিজিট করতে পারবেন ফেসবুক সহ সকল ওয়েবসাইটের পিসি ভার্সন। ডাউনলোড করুন Andromium Os.apk(5.3 MB)

কেমন আছেন সবাই, নিশ্চই ভালো 🙂  আর ভালো আছেন বলেই তো টেকটিউনস এ বসে টিউন পড়ছেন।

আমাদের প্রায় সবারই অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তবে সবারই কিন্তু কম্পিউটার নেই। আর সেই সীমাবদ্ধতা দূর করার জন্য আমরা অনেক সময় XP Mod.apk সহ আরো নানা রকম Launcher ব্যবহার করে থাকি, তবুও আমরা একটি কম্পিউটার এর স্বাদ পাই না- কেননা সেখানে আমরা কম্পিউটার এর মতন কোন কাজই করতে পাইনা।

ধরুন আপনি ফেসবুক এর Web ভার্সন ব্যবহার করতে চাইছেন অথবা অন্য কোন ওয়েবসাইট এর Web ভার্সন ব্যবহার করতে চাইছেন, আবার ধরুন আপনি অনলাইন এ ভাল মানের ফটো এডিটিং সাইটে ফটো এডিটিং, টিউনার ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন করবেন, তবে সেই সাইট মোবাইল ডিভাইস সাপোর্টেড নয়, তখন!

আবার যেমন ধরুন আপনি Google+ প্রোফাইল এ date of birth  change করবেন, সেই জন্যেও আপনার কম্পিউটার প্রয়োজন হবে। কেন এই কম্পিউটার প্রয়োজন, কারন কম্পিউটারে যেকোন ওয়েবসাইটের সম্পূর্ন সংস্করন পাওয়া যায় কিন্তু মোবাইল ডিভাইসে এইসব বিশেষ সাইটের সম্পূর্ণ ফিচার পাওয়া সম্ভবকর হয়না।

কিন্তু কিছুই অসম্ভব নয়, আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস এইসব অবাঞ্চিত অসম্ভবকে সম্ভব করতে পারে Andromium Os নামের এই অ্যাপটি।

Andromium Os এই অ্যাপটি ইনস্টল করলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস সম্পূর্ন একটি কম্পিউটার এর মতন হয়ে যাবে, তবে আপনি Notification Bar থেকে এটিকে নিয়ন্ত্রন অর্থাৎ চালু/বন্ধ করতে পারবেন।

Andromium Os এর ভেতর আপনি পাবেন Andromium Browser এবং এটি ব্যবহার করে আপনি যেসব সাইট মোবাইল ডিভাইস সাপোর্টেড নয় সেইসব সাইট সহজে ব্যবহার করতে পারবেন তাও আবার Full Version 🙂

আপনি সহজেই টাচ করে অথবা OTG সাপোর্টেড হলে  কি-বোর্ড, মাউস ব্যবহার করতে পারবেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks but kaj hoyna

ভাই,আমি কিভাবে বুঝতে পারবো যে আমার ফোন টা OTG Supported কি না?
Please Help Me