আসসালামু আলাইকুম।
টিউটোরিয়াল টি সম্পুর্ন নতুন এন্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য,যারা অনেক আশা ভরসা নিয়ে মোবাইলটি রুট করেছেন অথচ কিছু করতে পারছেন না।হয়ত বা রুট করার আগে অনেকের কাছে শুনেছেন রুট করলে অমুক করা যায় তমুক করা যায় আসলে কই ??? তাদের জন্য ইনশা আল্লাহ আমি ধারাবাহিক ভাবে এন্ড্রয়েড নিয়ে টিউটোরিয়াল লেখব। অনেক বকবক করা হল কাজের কথায় আসা যাক।
বুট এনিমেশন টা আসলে কি ??
সহজ ভাষায় বলতে গেলে আপনার মোবাইল টি অন অথাবা অফ করার সময় মোবাইলটি যে কম্পানির তেরি করা সে কম্পানির নাম অথবা অন্য কিছু যে এনিমেশন আকারে দেখতে পান সেটাই আসলে বুট এনিমেশন।
বুট এনিমেশন পরিবর্তন করতে
যা যা লাগবে----
১।আপনার Android মোবাইলটি অব্যশই রুট করা থাকতে হবে।
২।Root explorer.apk (ডাউনলোড করুন এখান থেকে)।
৩।Bootanimation File।(এর জন্য গুগল এ সার্চ করতে পারেন অথবা http://www.Androidbootanimation.com ওয়েবসাইট টিতে অনেক বুট এনিমেশন পাবেন।)
উপরের দেয়া ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে, Root explore File manazer টি মোবাইলে ইনিস্টল করে ওপেন করেন ।।
1 |
নিচের Screenshot অনুযায়ী "STORAGE" ট্যাব এ ক্লিক করেন।
2 |
আপনার ডাউনলোড করা ফাইল টি কপি করুন।
কপি করার জন্য ডাউনলোড করা ফাইলটির উপর "Long press" করলে কপি করার অপশন পাবেন।
3 |
4 |
এরপর "ROOT" ট্যাব এ ক্লিক করেন।
5 |
"ROOT" ট্যাব এ ক্লিক করার পর "System" ফোল্ডার এ প্রবেশ করেন।
6 |
তারপর" Media" ফোল্ডার প্রবেশ করেন।
7 |
"Media" ফোল্ডার এ গেলে আপনি আপনার মোবাইলসেটের থাকা ডিফল্ট "Boot animation" অথবা Shutanimation দেখতে পাবেন। আবার কিছু কিছু ফোনে নাও থাকতে পারে তবে ৯০% ফোনেই থাকে।যদি থেকে থাকে তাহলে সেটি "Delete" করে দিন।
8 |
9 |
"Delete" করার সময় কিছু Warning দেখাতে পারে “Yes” এ ক্লিক করবেন।
10 |
আবার “Yes”।
11 |
"Delete" করার পর আপনার পূর্বে কপি করা Boot animation ফাইলটি Paste করেন।।
তারজন্য Root explore File Manazer এর উপরের অংশে “COPY HERE” এ ক্লিক করেন।
কিছু Warning দেখাতে পারে।
12 |
“Yes’’ এ ক্লিক করেন।
13 |
তারপর আপনার কপি করার ফাইল এর উপর “ Long press" করে “Permissinons” এ ক্লিক করেন।
14 |
তারপর Screenshot দেখানো Option গুলো মার্ক করে “Ok” দিন।
15 |
ব্যাস আপনার কাজ শেষ।।
এবার সেটটি “Reboot” করেন।
সেটটি অন হওয়ার সময় আপনার লাগানো Boot animation টি দেখতে পাবেন।।
টিউটোরিয়াল টি বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
SUPER USER PART 1:-অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যেভাবে কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড বাহির করবেন।
SUPER USER PART 2 : এক পদ্ধতিতেই রুট করুন আন্ড্রয়েড এর সকল ডিভাইস।
SUPER USER PART 3:- যেভাবে এন্ড্রয়েড মোবাইলের বুট এনিমেশন পরিবর্তন করবেন।
আমার ব্লগ ঃ- http://www.droiddevbd.blogspot.com
বিশেষ দ্রষ্টব্য :- আপনার সেট এর কোনো প্রকার জন্য ক্ষতির জন্য লেখক দায়ি থাকবে না, সম্পুর্ন নিজ দায়িত্ব এ করবেন।
আমি শামীম জাহান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।