অ্যান্ড্রয়েড ফোন এর দারুন একটি launcher !

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন এর পুরাতন launcher আর ভাল লাগে না ?? আপনার অ্যান্ড্রয়েড ফোন টি কে নতুন লুক দিতে চান ?? তাহলে এই টিউন টি আপনার জন্য।
সব কিছু ডাউনলোড করে নেয়ার আগে কিছু screenshot দেখে নিন :

Screenshot_2016-03-12-11-47-08      Screenshot_2016-03-12-11-47-18

Screenshot_2016-03-12-11-47-53      Screenshot_2016-03-12-11-47-24

Screenshot_2016-03-12-11-47-56

 

তো চলুন কথা না বারিয়ে সরাসরি কাজে চলে যাই ! প্রথমে নিচের লিঙ্ক থেকে অ্যাপ ২ টা ডাউনলোড করে নিন !! আপনাদের সুবিধার জন্য গুগোল প্লে স্টোর এর লিঙ্ক দিলাম।

 

Honeycomb t54

 

Launcher Planett54

অ্যাপ ২টা ইন্সটল হওয়ার পর Launcher Planet কে ডিফল্ট লাঞ্চার করে দিন তার পর Honeycomb নিজের মত করে সাজিয়ে নিন। যদি কেও সাজাতে না পারেন তাহলে নিচের screenshot এর দিকে তাকান নিচের screenshot এ mark করা অংশ বাম দিকে টানলে Honeycomb এর মেনু পাবেন।

 

তারপর নিচের screenshot এর মত Edit Option পাবেন।

ওখানে অনেক গুলো option থাকবে Contacts, Toggles, My apps, Themes এরপর প্রত্তেক টা মেনু থেকে আপানার প্রয়োজনীয় বিষয় গুলোতে টিক দিন আর যদি চান তাহলে Launcher Planet ও প্রয়োজন অনুসারে সাজিয়ে নিতে পারেন।

নিচের screenshot এ mark করা অংশ থেকে এই কাজটি করতে পারবেন।

 

 

যদি কোন বিষয় না বুঝেন তাহলে টিউমেন্ট এ যানাবেন।

ভুল হলে ধরিয়ে দিবেন। আজ এখানেই বিদাই নিচ্ছি পরে দেখা হবে অন্য কোন টিউনে।

আর যে কোন দরকারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে / স্ক্যাইপ istiak.ahamed.naim

 

একই সাথে tunerstune এ প্রকাশ করেছি।

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস