হোয়াটস অ্যাপ এর যে কারো ম্যাসেজ পিডিএফ করুন সবচেয়ে সহজ উপায়ে

পিডিএফ এ রুপান্তর এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাদের চ্যাটিং যদি প্রিন্ট করা হয় তবে তা কত পৃষ্ঠার বই হবে। মজার বিষয়, তাই না?

চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় এপ: WPS Office (Google Play Awards: Best App Of 2015)

ধাপ সমুহঃ

  1. প্রথমে কাঙ্খিত ব্যক্তির চ্যাট ওপেন করুন। উপরে ডান পাশে তিনটা ডট চিহ্নিত অপশন বাটনে ক্লিক করুন। তারপর more এ ক্লিক করুন।12687840_893691934082852_6107906664515451191_n
  2. email chat এ ক্লিক করুন। মিডিয়া ছাড়া চাইলে without media তে ক্লিক করুন। মিডিয়া সহ হলে প্রসেসিং টাইম বেশি লাগবে।email chatwithout media
  3. আপনার ইমেইল এপ choose করুন। এবং যেকোনো একটা ইমেইল এ মেইল টি পাঠিয়ে দিন। এক্ষেত্রে আমি আমার অন্য একটি ইমেইল এ মেইল টি পাঠিয়েছি। আমাদের শুধুমাত্র এটাচমেন্ট এর ফাইল টি দরকার।12729014_893692057416173_8093467593902744703_n
  4. এখন ইমেইল এপ টি ওপেন করে যে মেইল টি সেন্ড করেছেন বা ড্রাফট এ জমা রেখেছেন সেটি খুঁজে বের করুন এবং এটাচমেন্ট এর ফাইল টি ডাউনলোড করুন। একটি টেক্সট ফরমেট এর ফাইল পাবেন।send mail
  5. এরপর ওই টেক্সট ফাইল টি WPS Office দিয়ে ওপেন করুন। তারপর tools এ ক্লিক করুন। export to pdf এ ক্লিক করুন। সেভ করার জায়গা দেখিয়ে দিন।12733635_893692390749473_2696046206686618959_n12733616_893692497416129_1184179847260975691_n
  6. লাস্ট স্টেপঃ এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করুন সেভ এর জন্য। এখন বই হিসেবে পড়ুন আর এনজয় করুন।

আরো দেখুন -

 

আপনারা চাইলে আমার ছোট একটি পেজে লাইক দিতে পারেন।

Level 1

আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস