পিডিএফ এ রুপান্তর এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাদের চ্যাটিং যদি প্রিন্ট করা হয় তবে তা কত পৃষ্ঠার বই হবে। মজার বিষয়, তাই না?
চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় এপ: WPS Office (Google Play Awards: Best App Of 2015)
ধাপ সমুহঃ
- প্রথমে কাঙ্খিত ব্যক্তির চ্যাট ওপেন করুন। উপরে ডান পাশে তিনটা ডট চিহ্নিত অপশন বাটনে ক্লিক করুন। তারপর more এ ক্লিক করুন।
- email chat এ ক্লিক করুন। মিডিয়া ছাড়া চাইলে without media তে ক্লিক করুন। মিডিয়া সহ হলে প্রসেসিং টাইম বেশি লাগবে।
- আপনার ইমেইল এপ choose করুন। এবং যেকোনো একটা ইমেইল এ মেইল টি পাঠিয়ে দিন। এক্ষেত্রে আমি আমার অন্য একটি ইমেইল এ মেইল টি পাঠিয়েছি। আমাদের শুধুমাত্র এটাচমেন্ট এর ফাইল টি দরকার।
- এখন ইমেইল এপ টি ওপেন করে যে মেইল টি সেন্ড করেছেন বা ড্রাফট এ জমা রেখেছেন সেটি খুঁজে বের করুন এবং এটাচমেন্ট এর ফাইল টি ডাউনলোড করুন। একটি টেক্সট ফরমেট এর ফাইল পাবেন।
- এরপর ওই টেক্সট ফাইল টি WPS Office দিয়ে ওপেন করুন। তারপর tools এ ক্লিক করুন। export to pdf এ ক্লিক করুন। সেভ করার জায়গা দেখিয়ে দিন।
- লাস্ট স্টেপঃ এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করুন সেভ এর জন্য। এখন বই হিসেবে পড়ুন আর এনজয় করুন।
আরো দেখুন -
আপনারা চাইলে আমার ছোট একটি পেজে লাইক দিতে পারেন।