প্রায় সময় ই আমরা মনের ভুল এ হারিয়ে ফেলি আমদের সখের ফোন টি, এখন হারালেও খুঁজে পাবেন একটি এপ্লিকেশন ব্যবহার করে।
এপ্লিকেশন টি আপনি প্লে স্টোর এ পাবেন, কিন্তু প্লে স্টোর এ ফ্রি ভার্সন দেয়া আছে, আর ফ্রি হওয়ার কারনে অনেক ফিচার লক করা থাকবে। আপনি দেখে আসতে পারেন প্লে স্টোর থেকে এর রেটিংস আর ফিচার গুলো।
চিন্তার কারন নেই আমি আপনাদের দিবো প্রো ভার্সন। 😀
ডাউনলোড করার পর আপনার ইমেইল দিয়ে wheres my droid এর ওয়েব সাইটে একটি একাউন্ট খুলবেন। এখানে পাবেন কমান্ডার অপশন আর এই অপশন থেকে আপনি নিয়ন্ত্রন করবেন আপনার ফোন এ থাকা এপ্লিকেশন টি।
একনজর এ দেখে নিন কি কি সুবিধা দিবে এই এপ্লিকেশন টি --
দেখে নিন কিছু স্ক্রিনশট--
** সেটিং থেকে সিকিউরিটি অপশন এ গিয়ে অবশ্যই Device Administrators হিসেবে এপ্লিকেশন টি মার্ক করবেন **
চাইনা কারো সখের ফোন টি হারিয়ে যাক, তবে ব্যবহার করে দেখেন যদি কখনো ফোন খুঁজে না পান কাজে লাগবে আশা করি। 🙂
দেরী না করে এখনি নিয়ে নিন প্রয়োজনীয় এপ্লিকেশন টি Wheres My Droid
আমি প্রতীক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগে নতুন কিছু শিখতে, আর তা যদি হয় কম্পিউটার সম্মন্ধিত তা হলে তো কথাই নেই। নতুন কিছু শিখতে আর যা জানি তা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেই টেকটিউনস এ আসা।