হারিয়ে গেছে আপনার এনড্রোয়েড ফোনটি?

হারিয়ে গেছে আপনার এনড্রোয়েড? 😯  সমস্যা নেই খুঁজে বের করুন (Wheres My Droid) এপ এর মাধ্যমে।  😉

প্রায় সময় ই আমরা মনের ভুল এ হারিয়ে ফেলি আমদের সখের ফোন টি, এখন হারালেও খুঁজে পাবেন একটি এপ্লিকেশন ব্যবহার করে।

এপ্লিকেশন টি আপনি প্লে স্টোর এ পাবেন, কিন্তু প্লে স্টোর এ ফ্রি ভার্সন দেয়া আছে, আর ফ্রি হওয়ার কারনে অনেক ফিচার লক করা থাকবে। আপনি দেখে আসতে পারেন প্লে স্টোর থেকে এর রেটিংস আর ফিচার গুলো।

চিন্তার কারন নেই আমি আপনাদের দিবো প্রো ভার্সন। 😀 

ডাউনলোড করার পর আপনার ইমেইল দিয়ে wheres my droid এর ওয়েব সাইটে একটি একাউন্ট খুলবেন। এখানে পাবেন কমান্ডার অপশন আর এই অপশন থেকে আপনি নিয়ন্ত্রন করবেন আপনার ফোন এ থাকা এপ্লিকেশন টি।

একনজর এ দেখে নিন কি কি সুবিধা দিবে এই এপ্লিকেশন টি --

  • আপনার ফোন এর রিং উচ্চ ভলিউম এ বাজিয়ে খুঁজতে সহায়তা করবে।
  • জিপিএস এর মাধ্যমে অবস্থান জানিয়ে দেবে। তবে এজন্য অবশ্যই আপনার ফোনের জিপিএস অপশন চালু থাকতে হবে, আর ইন্টারনেট ছাড়া যে তা  সম্ভব না সেইটা বলার প্রয়োজন নিশ্চই নেই।  🙂
  • GPS Flare অপশন, লোকেশন সম্পর্কে সতর্ক করবে যখন ব্যাটারির চার্জ কমে আসবে।
  • আপনি চাইলে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা (চাইলে ফ্লাশ সহ) দিয়ে ছবি তুলতে পারবেন, আর তা চলে যাবে আপনার একাউন্ট এ।
  • যদি এমন হয় যে আপনার ফোন এর ডকুমেন্ট গুলো কারো হাতে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার এক্সটার্নাল ও ইন্টার্নাল মেমরি ফরমেট করতে পারবেন।
  • কেউ যদি আপনার ফোন এর সিম পরিবর্তন করে তবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একটি ইমেইল
  • আপনি একটি পিন কোড সেট করতে পারবেন যাতে কেউ আপনার দেয়া সেটিংস গুলো পরিবর্তন না করতে পারে।
  • কেউ যাতে এপ্লিকেশন টি আনইন্সটল করতে না পারে তার জন্যও দিতে পারবেন একটি পিন কোড।
  • আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এই এপ্লিকেশন টি হাইড করে রাখতে পারবেন,  😈 আর আনহাইড করার জন্য থাকবে একটি পিন কোড।

 

দেখে নিন কিছু স্ক্রিনশট--

 

** সেটিং থেকে সিকিউরিটি অপশন এ গিয়ে অবশ্যই Device Administrators হিসেবে এপ্লিকেশন টি মার্ক করবেন **

চাইনা কারো সখের ফোন টি হারিয়ে যাক, তবে ব্যবহার করে দেখেন যদি কখনো ফোন খুঁজে না পান কাজে লাগবে আশা করি। 🙂

দেরী না করে এখনি নিয়ে নিন প্রয়োজনীয় এপ্লিকেশন টি Wheres My Droid

Level 0

আমি প্রতীক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে নতুন কিছু শিখতে, আর তা যদি হয় কম্পিউটার সম্মন্ধিত তা হলে তো কথাই নেই। নতুন কিছু শিখতে আর যা জানি তা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেই টেকটিউনস এ আসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস