Install করার পর App টি ওপেন করুন, একটু সময় নিতে পারে আপনার ডিভাইসের মডেল টা বের করতে এক্ষেত্রে যদি আপনার ডিভাইস পপুলার কোম্পানিগুলোর হয় তবে আপনি তা স্ক্রিনে দেখবেন কিন্তু আপনার ডিভাইসটা যদি চায়না হয়ে থাকে তবে মডেল শো নাও করতে পারে কিন্তু রুট করতে কোন অসুবিধা হওয়ার কথা না।
এবার আপনি রুট এ ক্লিক করুন এবং ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
যদি সফল হয়ে থাকেন নিচের চিত্রটা দেখাবে।
রুট এক্সেস পাওয়ার পরের চিত্র |
আপনি কোন Apps কে রুট এক্সেস দিতে চান তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
রুট এক্সেস নিয়ন্ত্রন |
আবার আপনি চাইলে এখান থেকে আপনার ডিভাইসটি আনরুট করে নিতে পারেন।
আনরুট করা |
ব্যাস পেয়ে গেলেন আপনি রুট এক্সেস কিন্তু এখানে আপনার জন্য বোনাস হিসাবে রয়েছে Purify System . বুঝলেন না তো নিচের ছবি গুলো দেখুন
এখানে ক্লিক করার পর আপনার সব রানিং অবস্থায় থাকা Apps Terminated হয়ে যাবে ফলে আপনার ডিভাইস থেকে বলতে গেলে আর চার্জ যাবেই না। তবে হ্যা এক্ষেত্রে আপনি যদি সমস্যায় পডবেন মনে করেন তবে চাইলে নির্দিষ্ট কোন কোন App রান করাতে চান তা ঠিক করে দিতে পারেন
এখান থেকে চাইলে Purify Mode কন্ট্রোল করতে পারেন
পিউরিফাই কন্ট্রোল প্যানেল |
*কিছু ফাজিল মার্কা Samsung এর ডিভাইস আছে যেগুলা নরমালি রুট হইতে চাই না, এদের জন্য বিকল্প উপায় ব্যবহার করুন
*সবকিছুই নিজ দ্বায়িত্বে করবেন, অপ্রত্যাশিত কোন কিছুর জন্য টিউনার দায়ি নয়
যে কোন প্রয়োজনে আমাকে পাবেন : ফেসবুকে
বিঃদ্রঃ টিউনটি পূর্বে মাইটেকবাংলা ব্লগ এ প্রকাশিত
আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট
নূতন বোতলে পুরনো মদ