অ্যান্ড্রয়েড সেটকে ইউএসবি মোডেম হিসেবে ব্যবহার করুন খুবই সহজে!

হ্যালো! কেমন আছেন আপনারা? প্রায় ৪/৫ মাস পর টিউন করতে বসলাম! ভেবেছিলাম টিউনিং ছেড়েই দিবো! যাই হোক, সরাসরি টিউনে চলে যাই।

ব্যক্তিগত ভাবে আমি জিপি মোডেম ব্যবহার করি। তবে জিপির মেগাবাইট আর টাকার পরিমাণের মধ্যে ভারসাম্য করে উঠতে পারি না। স্টুডেন্ট মানুষ তো তাই যেখানে কম টাকায় বেশি মেগাবাইট এবং মেয়াদ দিবে সেখানেই ছুটি।

এই হিসেবে কিনে নিয়ে আশাকরি তারপর আমার মোবাইলে সীমটা ভরে ইউজ করি। এভাবে আমার মোডেম এবং ফোন ২টোই ক্ষতি হচ্ছে বুঝতে পারতেছিলাম তবে কি করা!

যাদের পিসিতে ওয়াইফাই রাউটার বা যাদের ল্যাপটপ আছে তারা অনায়াসেই অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে হটস্পট ওয়াই-ফাই এর মাধ্যমে পিসিতে / ল্যাপটপে নেট ব্যবহার করতে পারবেন! কিন্তু আমার মতো যাদের পিসি বা ল্যাপটপে Wi-fi ফিচারটি নেই তারা কি করবেন? তাদের জন্য রয়েছে USB ক্যাবল!

একই সাথে যারা পোর্টেবল ডিভাইস পছন্দ করেন এবং যারা মোডেম কিনবেন ভাবছেন তাদের কে বলছি, আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে আপনি অতি সহজেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি দিয়ে পিসিতে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

 

এজন্য পিসিতে কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসে অতিরিক্ত কোনো অ্যাপস / সফটওয়্যার এর প্রয়োজন পড়বে না এবং সব থেকে দারুণ বিষয় হচ্ছে এজন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুটেট ও লাগবে না! আর অনেক সময় হাতের কাছে ওয়াই ফাই বা মোডেম যখন থাকে না তখন এই টিপস টি আপনার অনেক কাজে আসবে!

 
যা যা দরকার:
> একটি অ্যান্ড্রয়েড ডিভাইস

> ভালো একটি USB ক্যাবল! (যে ক্যাবল দিয়ে সেট চার্জ দেন সেটা নয়! ভালো একটি ক্যাবল এর প্রয়োজন হবে সর্বোচ্চ স্পিড পেতে হলে)

> একটি কম্পিউটার বা ল্যাপটপ এর উচ্চগতি সম্পন্ন USB Slot

> আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির ড্রাইভার

 

ধাপসমূহঃ

> প্রথমে নেট থেকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটির জন্য ড্রাইভারসমূহ ডাউনলোড করে ইন্সটল করুন। এক এক অ্যান্ড্রয়েড সেট এর জন্য এক এক ধরনের ড্রাইভার এর প্রয়োজন, তাই এই টিউনে আমি ড্রাইভার সংগ্রহ করতে পারলাম না বলে দুঃখিত! তবে প্রথমে নিচের ধাপগুলো অনুসরণ করুন, যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনার ড্রাইভার এর প্রয়োজন পড়বে।

 

> USB ক্যাবল এর ছোট অংশটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে লাগান এবং অপর অংশটি কম্পিউটার বা ল্যাপটপের USB Slot য়ে প্রবেশ করান।

 

> USB কানেক্টেড হবার পর আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সে সীম দিয়ে নেট ব্যবহার করবেন সেই সীমের ডাটা কানেক্টশন চালু করুন।

 

> এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিং অপশনে যান। সেখান থেকে Wireless & Networks সেকশনে প্রেস করুন

 

> এবার Tethering & Portable Hotspot অপশনে প্রেস করুন

> সর্বশেষে USB Tethering অপশনটিকে টিক চিহ্ন দিন। প্রথমবার ২০-৩০ সেকেন্ড নিবে সেটআপ হতে। তারপর পিসি/ল্যাপটপে নেট ব্যবহার করা শুরু করুন।

প্রথমবার সেটআপ করা হয়ে গেলে এরপর থেকে প্রতিবার একই পদ্ধতিতে পিসিতে ক্যাবলটি লাগিয়ে শুরু USB Tethering অপশনটিতে টিক দিলেই হবে। আর হ্যাঁ Tethering চালু করার আগে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে Data Connection চালু করতে ভূলবেন না যেন!

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর কাজের পোষ্ট খুব দরকাটি

Level 2

ফাহাদ ভাই খুলনায় কোথায় আছেন..? আপনার সাথে দেখা করতে চাই।

জানতাম তবুও শেয়ার করার জন্য ধন্যবাদ

আমি মোবাইলটারে হটস্পট বানিয়ে ল্যাপটপে নেট চালাই। 🙂