আসসালামুওয়ালাইকুম। প্রথমেই আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ। তাই, যে রুট করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর----
রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।
# Latest and most powerful root solutions guarantee highest success rate.
যাই হোক কাজের কথায় আসি। এ কাজের জন্য আপনার দুটি জিনিস দরকার হবে
১ কম্পিউটার
২ ইন্টারনেট
প্রথমেই আপনার ফোনের settings এ যান, Developer options এ যান, USB debugging enable করুন। এখন CLICK HERE এখান থেকে Nirjhar android root All in one নামক এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর কম্পিউটার এ সেটাপ দিন এবার এপ্লিকেশনটি ওপেন করে মোবাইল কানেক্ট করুন। আপনাকে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। এখন ড্রাইভার ডাউনলোড শুরু হবে।
ড্রাইভার ডাউনলোড শেষ হলে নতুন একটি পেইজ আসবে যেখানে রুট বাটন দেখাবে রুট বাটনে ক্লিক করে বসে থাকুন যতক্ষন না পর্যন্ত আপনার পিসির স্কিনে successfully rooted দেখায়। এর মাঝে আপনার ফোন কয়েকবার রিবুট করবে। আপনি কিছুই করবেন না successfully rooted দেখানোর আগে পর্যন্ত। সম্পূর্ণ কাজে নেট কানেক্টেড রাখবেন। নাহলে সমস্যা দিতে পারে।
# The easiest and fastest one click apk to root your Android.
হ্যাঁ এটা দিয়ে সরাসরি মোবাইল থেকে রুট করতে পারবেন অ্যাপ্স টি ডাউনলড করে ইন্সটল করুন।
অ্যাপ্স টি ওপেন করে রুট বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে।
কানেক্ট থাকুন যেকোনো সমস্যাই বলতে পারেন।
আমি নির্ঝর মাহবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ