সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা সবাই আন্ড্রয়েড ফোনে বাংলা ডিকশনারি ব্যবহার করি। আমি আজকে একটি বাংলা ডিকশনারির সাথে পরিচয় করে দিব যা সবার অনেক অনেক ভালো লাগবে আশা করি। যদিও বা হয়ত অনেকেই এই বাংলা ডিকশনারির ব্যবহার করেন কারন এটি বহুল ব্যবহৃত বাংলা ডিকশনারি।
এই বাংলা ডিকশনারি তে অনেক অনেক বেশি শব্দ রয়েছে। সত্যি কথা বলতে কী আমার সার্চ করা প্রায় সব শব্দই আমি এই বাংলা ডিকশনারিতে খুঁজে পাই। সার্চ করা শব্দের অর্থ সহ বিভিন্ন similar word /parts of speech অনুসারে আসবে। এই ডিকশনারিতে বাংলা শব্দও সার্চ করা যায়। বাংলা কীবোর্ড এর সাথে সংযুক্ত রয়েছে।
এই বাংলা ডিকশনারিতে Game/Quiz Option রয়েছে যা দ্বারা আপনার ইংরেজী শব্দের ভান্ডার বৃদ্ধি করতে পারেন।
আমরা প্রায় সবাই ইংরেজী থেকে বাংলা ডিকশনারি ব্যবহার করেই থাকি কিন্তু বাংলা অনেক শব্দও আমাদের অজানা বা বাংলা শব্দের সমার্থক শব্দ খুঁজে পেতে আমাদের সমস্যা হয়। তাই এ সমস্যার সমাধানে আমি নিচে বাংলা থেকে ইংরেজী এবং বাংলা থেকে বাংলা দুটি ডিকশনারির Apk File জিপ করে ডাউনলোড লিংক দিলাম।
যারা এই অসাধারন অ্যাপ এখন ও ব্যবহার করেননি, ডাউনলোড করে দেখতে পারেন-
(দুটি অ্যাপ বাংলা থেকে বাংলা এবং ইংরেজী থেকে বাংলা)
এ রকম আরও আন্ড্রয়েড অ্যাপ পেতে ঘুরে আসতে পারেন আমার ব্লগে। ভালো থাকবেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আব্দুল্লাহ আল রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
For Android “Advance Bangla Dictionary” is the best. It’s database size is total 170MB. You can find it from Google Play