কম্পিউটারের ফটোশপ এর মত যে কোন ফটোর ব্যাকগ্রাউন্ড পাল্টান আপনার এন্ড্রয়েড মোবাইল দিয় ভিডিও টিঊটোরিয়াল

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। ফটোর background change করার জন্য আর pc এর দরকার নেই। এখন এন্ড্রয়েড মোবাইল দিয়েই যে কোন ফটোর background change করে আপনার ছবি কে করে তুলতে পারবেন আরও সুন্দর্। এই সফটওয়্যারটির নাম হল = stickit

সফটওয়্যার ও ভিডিও টিঊটোরিয়াল টি ডাউনলোড করুন নিচের কমান্ড থেকে।

এই সফটওয়্যার দিয়ে কাজ করা কিছু পিক

billaltrishal

ফেইসবুকে আমি

আমার টিউন এর বিষয় বস্তু সংক্ষিপ্ত.তাই নিচর টুকু

পুরুষ মানুষ আল্লাহতালার একটি অদ্ভুত সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতে ছাড় দেয়া শিখতে হয়।

ছোট বেলা থেকেই শুরু হয়ে যায় তাদের ছাড় দেয়ার শিক্ষা। কখনও নিজের ছোট বোনকে চকলেট দিয়ে। কখনও নিজের ছোট ভাইকে পছন্দের ব্যাটটা দিয়ে দিয়ে।

হয়ত তার স্বপ্ন থাকে চারুকলায় ভর্তি হবে কিন্তু বাবা মা কে খুশি করতে নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে বুয়েটে অথবা মেডিকেল এ ভর্তি হয়।

নিজের পুরা পকেট খরচ ভালোবাসার মানুষটিকে গিফট কিনে দেয়ার জন্যই ব্যয় করতে হয় তাদের। সাথে টিউশনির টাকাটাও থাকে কখনও। কত দুপুর কাটে শুধু সিঙ্গারা আর চা খেয়ে। কত রাস্তা পার হয় খালি পায়ে হেটে।

নিজের পুরো যৌবন দিন রাত কাজ করে কাটিয়ে দেয় তারা পরিবার বৌ বাচ্চার জন্য।
বৌ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক লোন নেয় তারা আর সারাজীবন পরিশ্রম করে সেই ব্যাংক লোন শোধ করে।

এতো পরিশ্রম করে কিন্তু তারপরও মা, বৌ, বস সবার কাছে ঝাড়ি খেতে হয় সবসময়। পুরুষ মানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে।

যদি সে বাহিরে বাহিরে থাকে তাহলে সে উড়ালচন্ডি।
যদি সে ঘরে থাকে তাহলে অলস।
যদি সে বাচ্চাদের শাসন করে তাহলে সে অমানুষ।
যদি বাচ্চাদের শাসন না করে তাহলে সে দায়িত্বজ্ঞানহীন।
যদি সে বৌকে চাকরি করতে না দেয় তাহলে সে নারীর স্বাধীনতার সমঅধিকারের বিরোধী।
যদি সে বৌকে চাকরি করতে দেয় তাহলে সে বৌ এর টাকায় বসে খায়।
যদি মায়ের কথা শোনে তাহলে মায়ের ছেলে।
যদি বৌ এর কথা শোনে তাহলে বৌ এর গোলাম।

এভাবেই পার হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন। তোমরা কখনই জানবে না একটা পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। কত চাওয়া পাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে।

Level 0

আমি বিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস