Ridmik Keyboard এর ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি দিন(ভিডিও টিউটোরিয়াল)-Root Needed

অনেক দিন পর টিউন করতে বসলাম।কয়েকদিন আগে কই যেন দেখলাম Ridmik Keyboard pro এর নামে টিউন করেছেন,কিন্তু আসলে তা Pro না।তিনি একটু ট্রিকস খাটিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রো নামে চালাচ্ছেন।Ridmik কোন প্রো ভার্সন রিলিজ দেয় নি।

যাই হোক আপনি কেন অন্যের দেয়া ব্যাকগ্রাউন্ডে নিজের কি বোর্ড ইউজ করবেন।এখন থেকে আপনি মাত্র ২-৩ মিনিট সময় খরচ করে নিজেই নিজের Ridmik কিবোর্ডে নিজের ছবি/অন্য যে কোন ছবি দিতে পারবেন 🙂

এই দেখুন আমার টা 🙂 🙂

চলুন শুরু করা যাক কিভাবে কি করতে হবে 🙂

  • ইন্সটল দিয়ে ওপেন করুন।
  • Open an App>Ridmik Keyboard>Image
  • Scroll Down করে একদম নিচে এসে শেষের  যে ২টায় res/drawable/keyboard_background লেখা আছে সেই ২টার উপর পর্যায়ক্রমে একইভাবে চেপে ধরে রেখে Replace File এ ক্লিক করে আপনার ছবিটি সিলেক্ট করুন।
  • এখন ওখান থেকে রিদ্মিক কি বোর্ডটি Uninstall দিন, তারপর আবার install দিন
  • এখন Ridmik Deafult keyboard হিসেবে সেট করে কিবোর্ডটি ওপেন করে সেটিংস থেকে Theme Change এ যেয়ে Lolipop Light থিমটি সিলেক্ট করুন আর দেখুন আপনার ছবিটি আপনার কিবোর্ডে ভেসে উঠেছে 🙂

 

ডিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

 

আশা করি সবাই করতে পারবেন,কারণ খুব খুব ই সহজ। আর না পারলে ভিডিও টা দেখুন।আশা করি আর কোন সমস্যাই হবে না, আর হ্যা Ridmik কীবোর্ড এর অবশ্যই Updated Version ব্যবহার করবেন।

কাজ হলে অবশ্যই জানাবেন টিউমেন্ট করে 🙂

ফেসবুকে আমি

Level 0

আমি বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন। আমারটায় ছবি সেট করে নিলাম।

যে কোন বাংলা বই ডাউনলোড
http://www.bnebookspdf.blogspot.com