আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
আমরা সবাই ফেসবুক ইউজ করি,আর কমবেশি সবাই ফেসসবুক স্ট্যাটাস দেই।কেমন হয় যদি আপনার স্ট্যাটাসের নিচে লেখা থাকলো Via-iPhone6 বা Calculator? মানে আপনি iPhone6 বা Calculator দিয়ে স্ট্যাটাস লিখছেন।হ্যা তেমনি একটা অ্যাপ নিয়ে হাজির হলাম আমি,অ্যাপ সাইজ মাত্র ২০০ কেবি আর প্লেস্টোরে ১ ডলার দাম।
এই অ্যাপ দিয়ে আপনি চাইলেই ১০০+ মজার মজার via ইউজ করতে পারবেন।েবং আপনি যদি চান তবে নিজেও যোগ করতে পারবেন।সেক্ষেত্রে আপনাকে ফেসবুক ডেভলোপার থেকে অ্যাপ বানাতে হবে ওই নামে।
প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং অ্যাপে প্রবেশ করুন।তারপর আপনার ইমেল পাসওয়ার্ড দিন যদি ফেসবুক অ্যাপে লগিন থাকে তবে দেয়া লাগবে না মেবি।ভয় নেই ফিশিং নিয়ে কারন এইটা সম্পূর্ণ ফেসবুক এবং প্লেস্টোর ভেরিফাইড আপ্প।লগিন হলে অ্যাপ পারমিশন দিন তাহলেই হবে।এখন মেনুতে এসে আপনার ওয়াল বা Friends Wall মানে যেখানে টিউন করতে চান সেইটা সিলেক্ট করে মন মতো Via সিলেক্ট করুন যেমন,iPhone,Nokia ইত্যাদি চাইলে সার্চ ও করতে পারেন।যেকোন একটা সিলেক্ট করে টিউন বক্সে আপনার লেখা লিখে টিউন করুন।ব্যাস হয়ে গেলো।
এখন মানুষ ভাববে ক্যালক্লুটর দিয়ে কিভাবে স্ট্যাটাস দেয়া যায়।
আপনি চাইলে এই রকম আর একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন এই লিংক থেকে।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
kharap na.