চোরের দিন শেষ,ফোন চুরি করবে তো ধরা খাবে।দেখে নিন কি ভাবে আপনার ফোন কে সুরক্ষিত রাখবেন এবং চুরি হওয়ার পর উদ্ধার করবেন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


প্রতিটা ফোন ব্যবহারকারির সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো চোর।আমাদের দেশে প্রতিদিন হরহামেশা কতই না ফোন হারাচ্ছে আর কয়জন বা সেগুলো উদ্ধার করতে পারছি।তবে একটু ট্রিক খাটালেই আমরা কিন্তু চোর ধরতে পারি বা ফোনটা উদ্ধার করতে পারি।হ্যা তেমনি একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আমি।অ্যাপটি মাত্র ৩০০ কেবি সাইজের।আর আমি যে ভার্সনটা দিবো তা সম্পূর্ণ প্রিমিয়াম।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে এই অ্যাপে।

Watc

  • এতে থাকছে নিজস্ব লকিং সিস্টেম।ভুল প্যাটান বা পিন দিলেই সাথে সাথে তার ছবি তুলে ইমেলে পাঠাবে।
  • সিম কার্ড চেইঞ্জ করলে ইমেল এবং ফোনে সেট করা আপনার বন্ধুর নাম্বারে ম্যাছেজ যাবে।
  • চোরের ভয়েস,ছবি,এবং লোকেশন ইমেলে সেন্ড করে।
  • সবচেয়ে বড় সুবিধা অটোমেটিক ডাটা কানেকশন অন হয়ে যাবে চোরের অজান্তেই এবং লোকেশন সহ সকল ডিটেইল মেইলে সেন্ড হয়ে যাবে।
  • আর চাইলেই আপনি আপনার কাছের বন্ধুর নাম্বার সেট করে রাখতে পারেন এবং চোর ফোন অফ করার সাথে সাথে ওই নাম্বারে নটিফিকেশন চলে যাবে।

এছাড়াও আরো কিছু ফিচার পাবেন।চোরের দিন শেষ পার্টস খুলে বেচে খাওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না।

watc2


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যবহার করলে ভাল হয়।


-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 

এ ধরনের আরো একটি টিউন।

নিয়ে নিন ২০১৬ সালের সবচেয়ে দামি এবং বেস্ট সিকুরিটি,এন্টিভাইরাস অ্যাপ।মাত্র ৯ মেগাবাইট খরচ করেই ফোনকে রাখুন সকল ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে সুরক্ষীত।একবার হলেও ট্রাই করে দেখুন।


আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

পুরো ৫ ডলার মূল্যের কল ব্লকার অ্যাপ।শুধু কল নয় SMS সহ সব কিছু ব্লক করুন এই অ্যাপ দিয়ে।চমকপ্রদ কিছু ফিচার সহ অ্যাপটি এখনি সংগ্রহে রাখুন।

মাত্র ৪ মেগাবাইট খরচ করেই Android Marshmallow অসাধারন লুকের স্বাধ নিন।সম্পূর্ণ পেইড অ্যাপটি দিয়ে ফোনের লুকিং পুরাই চেইঞ্জ করে ফেলুন আজ থেকে ফোন আর বোরিং লাগবে না

এক রকম লকস্ক্রিন আর কয়দিন?নিয়ে আসলাম হেব্বি একটি লকস্ক্রিন অ্যাপ,এমন অ্যাপ হয়তো মনে মনে খুজছিলেন।লকস্ক্রিন মিউজিক এবং অসাধারন কিছু স্টাইল সহ অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।

আপনি কি জানেন আপনার ইন্টারনেট প্রভাইডার কম্পানি আপনাকে কতো স্পিডে নেট প্রদান করছে?সকল প্রকার স্পিড টেস্ট করুন ছোট্ট এই প্রিমিয়াম অ্যাপ দিয়ে।

ঝামেলাহীন ভাবে Poweramp চালানোর জন্য কতো কিই না করলেন,কিন্তু এক টানা ১ মাস চালাতে পারছেন কি?নিয়ে যান Poweramp এর মতো সেইম একটা প্লেয়ার,একদম লেটেস্ট এবং পেইড ভার্সন।

এবার নিজের ছবি দিয়ে ইচ্ছামতো স্টিকার,কমিক্স,কার্টুন বানান।সম্পূর্ণ পেইড এবং মুডেড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।একবার হলেও টিউনে দেয়া পিক দেখুন ভাল লাগবেই।

নিয়ে নিন ASUS Zenphone এর অরিজিনাল ZenUI Launcher আর ফোন কে বানিয়ে ফেলুন Asus Zenphone।সাথে অনেক অনেক আইকন দিয়ে ফোন কে সাজানোর সুজোগ তো থাকছেই।

নিয়ে নিন টিউবমেট সুপার মুডেড এড ফ্রি এবং ম্যাটারিয়াল ডিজাইন সহ নিউ ভার্সন।এবার ইউটিউব সহ যেকোন সাইটের ভিডিও,অডিও,ফাইল ডাউনলোড হবে মাথা নষ্ট করা স্পিডে। ২ মেগাবাইট সাইজের কাজের অ্যাপটি এখনি ডাউনলোড করে নিন।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share, phone ta flash/reset dele ki apps chole jabe?

    যেহেতু ফোন ওপেন করলেই নোটিফিকেশন পাচ্ছেন সেহুতু রিসেট দেয়া তো দূরের কথা।

সত্যি এটি কাজ করতেছে দেখি ! আমি এর আগে অনেক আপস ব্যাবহার করার চেস্টা করেছিলাম কিন্তু সেগুলো তেমন কাজের নাহ !

বভাই, ডাউনলোড লিংক তো ব্লক করা। সুন্দর একটা পোষ্ট এবং অনেক দরকারি কিন্তু উপকৃত হলামনা। সত্য বলতে এরকম একটা এ্যাপ্স খুজছিলাম।

Vai app tar new download link den nahole naam ta bole den…..google theke khuje ber kore nibo