সবাই ভাল আছেন নিশ্চয়! অনেক দিন পর আবার লিখতে বসলাম, পুরান কাহিনি নতুন করে আর কি! তবে একটু ডিফারেন্স হবে আশা করি! তো চলুন শুরু করা যাক, বেশি বক বক না করে!!
Bluestack কিঃ এটা প্রশ্ন করলে অনেকে আমাকে পাগল ছাগল ও ডাকতে পারেন সমস্যা নাই। নতুনরা জেনে নিতে পারেন! সোজা বাংলায় ব্লুস্টাক এমন একটি সফটওয়ার যা দিয়ে আপনি এন্ড্রয়েডের যত সব অ্যাপ্লিকেশন আপনার পিসি অথবা ল্যাপটপ এ চালাতে পারবেন!
ডাউনলোড লিংকঃ গুগল করলে অনেক ভার্সন পাবেন সবগুলোই কম বেশি কাজ করে। তবে আমি যেটা ব্যবহার করি তা হল রুটেড ভার্সন। রুটেড ভার্সনে অনেক সুবিধা পাবেন। আশা করি আপনারা রুট কী ও কেন, সুবিধা ও অসুবিধা আগে থেকে জানেন। আপনি আপনার পিসি বা ল্যাপটপের জন্য এখান থেকে ডাউনলোড করে নিন।
BS TWEAKER / BLUESTACKS TWEAKS কী: আমরা মাঝে মধ্যে বা সব সময় কিছু না কিছু ব্রাউজার এডঅন্স বা এক্সটেনশন ইউস করি। BS TWEAKER ও সেইম একই ভাবে কাজ করে! মানে আগে থেকে যদি ব্লুস্টাকস ইনস্টল করা না থাকে এই এপের কোন ভ্যালু নাই! তাই এই এপ বা এক্সটেনশন এর সুবিধা নিতে হলে আপনাকে আগে থেকে ব্লুস্টাকস ইনস্টল করে নিতে হবে!
BS TWEAKER কেন ব্যবহার করবেনঃ
ডাউনলোড লিংকঃ BS TWEAKER লিংক কাজ না করলে টিউনমেন্ট করবেন।
ব্যবহার বিধিঃ তো চলুন দেখা যাক কিভাবে ব্যবহার করবেন BS TWEAKER। আমি শুধু যেগুলো বেশি গুরুত্বপুর্ণ ঐ ফাংকশানালিটি গুলো দেখাব। আর বাকি গুলো আপনি কিছুক্ষন নাড়াছড়া করলেই শিখে যাবেন!
ফরম্যাট বা ফ্যাকটরি রিসেটঃ
এইবার স্টার্ট বিএস এ ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন ব্যস এখন আপনার ব্লুস্টাকস ফ্যাক্টরি রিসেট অথবা ফরম্যাট হয়ে গেছে। যতবার ইচ্ছা ফরম্যাট করুন। এটা আপনার ফোন নয় তাই চিন্তার কোন কারণ নাই! প্রয়োজন হলেই ফরম্যাট!!!
আর র্যাম বাড়ানো বা কমানোর জন্য র্যাম লিখা খালি ঘরে আপনার পছন্দ অনুযায়ী র্যাম লিখে ওকে দিন। আমি ৫১২ দিয়ে এম্বি ইউস করি ভালই চলে।
আরো অনেক কিছু করতে পারবেন অফশন গুলো দেখতেই পারছেন কি কি করতে পারবেন। অলসতা আইয়া পরছে আর লিখতে ইচ্ছা করতেছে না। কারো দরকার অথবা না বুঝলে টিউমেন্ট করবেন এডিট করে দিমুনে পরে।
তো ভাল থাকবেন সবাই। ফেইসবুকে মেসেজ দিতে পারেন প্রয়োজন হলে।
আমি অমৃত দাশ বিজয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 248 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Trying to learn new somethings!
kajer jinis vai. thanks