ঝামেলাহীন ভাবে Poweramp চালানোর জন্য কতো কিই না করলেন,কিন্তু এক টানা ১ মাস চালাতে পারছেন কি?নিয়ে যান Poweramp এর মতো সেইম একটা প্লেয়ার,একদম লেটেস্ট এবং পেইড ভার্সন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


ভাল মিউজিক প্লেয়ার বলতে আমরা সর্বপ্রথম Poweramp কে বুঝি আগে।আমিও অনেকবার ইউজ করছি একবার কিন্তু না অনেকবার।Poweramp ফুল ভার্সন করে চালানোর জন্য কি না করছি কিন্তু ঝামেলাবিহীন ভাবে এক টানা ১ মাস কখনোই চালাতে পারিনি।হয়তো অনেকেই পারছেন রুট ইউজার বলে কিন্তু যারা রুট ইউজার না তারা কি করবে।আর আমাদের ও একটা স্বভাব যেইটার একটু নাম ডাক শুনি সেইটা নিয়েই পরে থাকি।আরে ভাই প্লেস্টোরে হাজার হাজার মিউজিক প্লেয়ার আছে কয়টায় বা ইউজ করে দেখা হইছে বলেন।এমন ও হয়তো আছে যা Poweramp এর চেয়ে হাজার গুন ভাল।এখন Poweramp লাভারগন ত্যানা প্যাচাবে নিশ্চয়?আমি তাদের বলবো কয়টা প্লেয়ার ইউজ করছেন জীবনে?আমি বলতে পারবো ৫০+ পেইড মিউজিক প্লেয়ার ইউজ করছি তাই বলে কি একটাও Poweramp এর মতো ছিলো না?আমি নিজেও কিন্তু Poweramp পছন্দ করি কিন্তু প্লেস্টোর থেকে কিনেও আমি চালাতে পারিনি বলে এতো রাগ।

যাইহোক আজ প্লেয়ারটির সাথে আমি পরিচয় করে দিবো এইটা একদম সেইম Poweramp এর মতোই।নাম বললে অনেকেই চিনবে,হুম নামটা একটু পরেই বলি।শুধু বলবো Poweramp এর চেয়ে ফিচার কম নাই বরং বেশিই আছে,আর মিউজিক কোয়ালিটি?সেইটা না হয় ইউজ করেই বলবেন।


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে।

st1


  • অ্যাপ নেম-  Stellio Music Player।
  • সম্পূর্ণ পেইড ভার্সন।
  • রেটিং- ৪.৬ (Poweramp কিন্তু ৪.৫)
  • Poweramp এর সব ফিচার পাবেন এতে।
  • লিরিক,সং ইনফো,কাভার পিক অটো ডাউনলোড।
  • চরম মিউজিক কয়ালিটি।
  • ট্যাগ এডিটিং।

না আর কিছুই লিখবো না যদি Poweramp ইউজ করে থাকেন তাইলে এই প্লেয়ার সম্পর্কে বলার কিছুই নাই।অনেকটা সেইম ফিচার এবং সেইম দেখতে।

st2


শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 

আনলকার ডাউনলোড লিংক

 

আনলকার এবং থিম ডাউনলোড করে নিন এবং আনজিপ করুন।অ্যাপ ইন্সটল করার পর অবশ্যই আনলকার ইন্সটল করবেন না হলে ১০ দিনের বেশি চলবে না।


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

এবার নিজের ছবি দিয়ে ইচ্ছামতো স্টিকার,কমিক্স,কার্টুন বানান।সম্পূর্ণ পেইড এবং মুডেড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।একবার হলেও টিউনে দেয়া পিক দেখুন ভাল লাগবেই।

নিয়ে নিন ASUS Zenphone এর অরিজিনাল ZenUI Launcher আর ফোন কে বানিয়ে ফেলুন Asus Zenphone।সাথে অনেক অনেক আইকন দিয়ে ফোন কে সাজানোর সুজোগ তো থাকছেই।

নিয়ে নিন টিউবমেট সুপার মুডেড এড ফ্রি এবং ম্যাটারিয়াল ডিজাইন সহ নিউ ভার্সন।এবার ইউটিউব সহ যেকোন সাইটের ভিডিও,অডিও,ফাইল ডাউনলোড হবে মাথা নষ্ট করা স্পিডে। ২ মেগাবাইট সাইজের কাজের অ্যাপটি এখনি ডাউনলোড করে নিন।

 Asus Zenphone ইউজ করতে পারছেন না তো কি হইছে।এই দিকে আসেন,Asus Zenphone এর অরিজিনাল ফাইল ম্যানেজার নিয়ে যান।কি নেই এতে,এক কথায় অসাধারন।

আপনার ফোনের ইন্টারনেট কে লিমিট করে দিন,লিমিট শেষ হলে অটোমেটিক ডিস্কানেক্ট হয়ে যাবে।নেট শেষ হওয়ার পরে উরাধুরা টাকা কাটার দিন শেষ।অ্যাপ সাইজ মাত্র ৯০০ কেবি।

Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই যত কিছুই বলেন, পাওয়ার এম্প এর কোন বিকল্প নাই। এই প্লেয়ার ট্রাই করে দেখে তারপর ই বলছি। পাওয়ার এম্প পাওয়ার এম্পই, এর কোন বিকল্প নাই 🙂

Android duniyate ekhono poweramp er moto kono player nai. That’s all

Poweramp হলো সেরা মিউজিক প্লেয়ার। কিন্তু রুট ছাড়া ইউজ করা যায়্না 🙁

Stellio Music Player এই প্লেয়ারটাও আমার খুব ভালো লেগেছে। এতে ক্রসফেডিং, স্মুথ এনিমেশন সবই আছে, এছাড়া ফ্রি ভার্সনটা চমতকার কাজ করে। অনেক ধন্যবাদ সুন্দর এই এপটি শেয়ার করার জন্য।

east or west power amp is the best