নিয়ে নিন ASUS Zenphone এর অরিজিনাল ZenUI Launcher আর ফোন কে বানিয়ে ফেলুন Asus Zenphone।সাথে অনেক অনেক আইকন দিয়ে ফোন কে সাজানোর সুজোগ তো থাকছেই।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


আমরা সবাই জানি Asus এর ফোন গুলোর Ul,theme,app সব কিছুই অন্যরকম।তারা তদের অ্যাপ গুলোতে আলাদা ভিন্যতা রাখে সব সময়।কিন্তু আমরা কয়জন বা আসুস ফোন ইউজ করতে পারি বলেন? তাই বলে কি তাদের অ্যাপ ইউজ করতে পারবো না?অবশ্যই পারবো সম্প্রতি আসুস তাদের ডিফল্ট ZenUI Launcher  টি রিলিজ করছে।রিলিজ করার পর প্রায় ১০ মিলিয়ন মানুষ ডাউনলোড করছে অ্যাপটি।

আমার কাছে Launcher টি হেব্বি লাগছে।ফাস্ট এবং স্টাইলের দিক দিয়ে সত্যিই আসাধরন।


Screenshot_2016-02-01-14-53-44


চলুন দেখে নেয়া যাক কি কি থাকছে।

  • রেটিং-৪.৭
  • অনেক অনেক থিম,ওয়ালপেপার,আইকন ব্যবহারের সুবিধা।
  • অন্য সব louncher এর চেয়ে অনেক বেশি কাস্টোমাইজ সুবিধা।
  • Swipe down and search in a flash
  • হোম ম্যানেজ।
  • অনেক অনেক ইফেক্ট।
  • অনেক ফাস্ট।
  • র‍্যাম,ব্যাটারি ড্রেইন করে না

সহ অনেক কিছু তো থাকছেই।ইউজ না করলে বুঝবেন না।

Screenshot_2016-02-01-14-49-32


শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

 

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

নিয়ে নিন টিউবমেট সুপার মুডেড এড ফ্রি এবং ম্যাটারিয়াল ডিজাইন সহ নিউ ভার্সন।এবার ইউটিউব সহ যেকোন সাইটের ভিডিও,অডিও,ফাইল ডাউনলোড হবে মাথা নষ্ট করা স্পিডে। ২ মেগাবাইট সাইজের কাজের অ্যাপটি এখনি ডাউনলোড করে নিন।

 Asus Zenphone ইউজ করতে পারছেন না তো কি হইছে।এই দিকে আসেন,Asus Zenphone এর অরিজিনাল ফাইল ম্যানেজার নিয়ে যান।কি নেই এতে,এক কথায় অসাধারন।

আপনার ফোনের ইন্টারনেট কে লিমিট করে দিন,লিমিট শেষ হলে অটোমেটিক ডিস্কানেক্ট হয়ে যাবে।নেট শেষ হওয়ার পরে উরাধুরা টাকা কাটার দিন শেষ।অ্যাপ সাইজ মাত্র ৯০০ কেবি।

Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

 

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

 

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস