Asus Zenphone ইউজ করতে পারছেন না তো কি হইছে।এই দিকে আসেন,Asus Zenphone এর অরিজিনাল ফাইল ম্যানেজার নিয়ে যান।কি নেই এতে,এক কথায় অসাধারন।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।


হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়োজনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।

আমরা সবাই জানি Asus এর ফোন গুলোর Ul,theme,app সব কিছুই অন্যরকম।তারা তদের অ্যাপ গুলোতে আলাদা ভিন্যতা রাখে সব সময়।কিন্তু আমরা কয়জন বা আসুস ফোন ইউজ করতে পারি বলেন? তাই বলে কি তাদের অ্যাপ ইউজ করতে পারবো না?অবশ্যই পারবো সম্প্রতি আসুস তাদের ডিফল্ট ফাইল ম্যানেজার রিলিজ করছে আর সেইটায় নিয়ে আসলাম আমি।

ফাইল ম্যানেজারটি অন্য সব অ্যাপের থকে সম্পূর্ণ আলাদা মনে হইছে আমার।যদিও পুরোপুরি ইউজ করতে পারিনি এখনো,তবে যেটুকু ইউজ করছি খুব ভাল্লাগছে।



zen file


Key features.

  • xperience and enjoy these features that ASUS Manager has to offer:
  • Rating-4.7
  • Your light and savvy file explorer: Search, access, save, move, delete, or share files that are stored in your smart device's internal storage to or from a microSD card, LAN, or Cloud storage accounts and vice-versa.
  • Access files in LAN and SMB: Manage files within your LAN (local area network) and SMB (Samba) network.
  • More storage options via Cloud storages: Supports cloud storage accounts such as ASUS WebStorage, Dropbox, Google Drive and Microsoft OneDrive
  • uave and smooth multimedia streamlining: Stream multimedia files such as music or videos or open documents, pictures, or photos stored in any of your Cloud storage accounts
  • Save disk space by packaging files: Compress files to save space of your storage and extract compressed files in Zip and RAR formats
  • Easy file browsing: Browse files easily by category right from File Manager’s home screen: images, videos, music, applications, downloaded, and favorites.

zen fil

এক কথায় একের ভিতর সব।এইটা আপনি মিডিয়া প্লেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আমি নিজে ইউজ করে দেখলাম ভাল লাগলো তাই সেয়ার করলাম।

আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-

 


আমার অনুমতি ছাড়া যদি কেও এই টিউন কপি করে,এবং সে যে ব্লগে টিউন টিউন করবে সেই ব্লগে তার নামে রিপোর্ট করা হবে।


এতোক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

 

 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

 আপনার ফোনের ইন্টারনেট কে লিমিট করে দিন,লিমিট শেষ হলে অটোমেটিক ডিস্কানেক্ট হয়ে যাবে।নেট শেষ হওয়ার পরে উরাধুরা টাকা কাটার দিন শেষ।অ্যাপ সাইজ মাত্র ৯০০ কেবি।

Asus Zenphone 5 অরিজিনাল Camera অ্যাপ,কি নেই এই অ্যাপে।ফটোগ্রাফি এবং সেলফির জন্য এখন পর্যন্ত বেস্ট ক্যামেরা অ্যাপ।অনেক খুজে খুজে পেলাম,একবার ইউজ করে দেখুন আগের সব অ্যাপের কথা ভুলে যেতে হবে মাস্ট।

সেলফি প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি প্রিমিয়াম সেলফি ক্যামেরা অ্যাপ।যার তোলা ছবি আপনাকে মুগ্ধ করবেই।

এবার Whatsapp ব্যবহার করুন নিজের নাম্বার না দিয়ে।সম্পূর্ণ বিদেশি নাম্বার দিয়ে ব্যবহার করুন।

হাজির হলাম গান শুনার জন্য নতুন একটা প্লেয়ার নিয়ে,যার ফিচার আপনাকে মুগ্ধ করবেই।ফ্রি কিন্তু নয় সম্পূর্ণ পেইড ভার্সন।

এবার ফোনকে দিন অন্যরকম মাত্রা।ফোনের লুকিং পুরাই চেইঞ্জ করে ফেলুন 2.50$ মূল্যের এ বছরের সেরা Launcher দিয়ে।

ক্রিকেট খেলা কে না পছন্দ করেন,আর সেজন্য নিয়ে আসলাম বাংলাদেশ ক্রিকেটের অসাধারন একটি অ্যাপ।লাইভ স্ট্রিমিং,বাংলায় লাইভ স্কোর, প্লেয়ার প্রোফাইল,ম্যাচ শিডিউল কিংবা নিউজসহ রয়েছে রকমারী সব ফিচার তারাতাড়ি নিয়ে নিন।

ব্যাটারির চার্জ চলে যাওয়া নিয়ে ভাবনা?চিন্তা নেই বিশ্ব বিখ্যাত কম্পানি Avast,এন্টিভাইরাসের পর এবার নিয়ে এলো অসাধরন একটি ব্যাটারি সেভার।রুট,আনরুট যেকোন ফোনে দারুন কাজ করে।

মেগা টিউন না দেখলেই মিস হয়ে যাবে।শূন্যের উপর ছবি তুলুন এবং চাইলে সেই ছবি এন্যিমিশন বানান।এমন ক্যামেরা অ্যাপ আপনি জীবনেও দেখেননি।

আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে।আর সাথে OTG ব্রাউজ তো থাকছেই।

খুব সহজেই বিভিন্ন ডিজাইনের অসাধারন ভিজিডিং কার্ড বানাতে চান?তাইলে আপনার জন্যই এই টিউন।আপনার প্রিয় এন্ড্রোয়েট ফোন দিয়েই বানিয়ে ফেলুন।

প্লেস্টোরে মাত্র ১ মাস আগে রিলিজ হওয়া অসাধারন একটি ফটো ইডিটিং অ্যাপ যার মূল্য 3.66$।অনেক ইডিটর তো ইউজ করছেন এইটাও একবার ট্রাই করে দেখতে পারেন ভাল লাগবেই মাস্ট।

(আরো যে কতো কি দেখতে হবে) নিয়ে নিন আপনার ফোনের জন্য কার্টুন ক্যামেরা।নিজেকে কার্টুন বানানো সহ অনেক ইফেক্ট দিয়ে ছবি তুলুন সম্পূর্ণ পেইড এই অ্যাপ দিয়ে।

১৫০০+ ইফেক্ট সহ 3.85$ মূল্যের অসাধারণ একটি ফটো ইডিটর অ্যাপ।পছন্দ হতে হবেই আগের ফটো ইডিটর অ্যাপ ফেলে দিন আজ থেকে শুধুই এইটা।

কম্পিউটারের জনপ্রিয় ক্লিনার CCleaner এর নিয়ে নিন এন্ড্রোয়েট ভার্সন।সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন।

এবার আপনার ফোনের যাবতীয় অ্যাপ সুরক্ষায় রাখুন ছোট্ট এই অ্যাপ দিয়ে।2$ মূল্য এবং প্লেস্টোরে সবচেয়ে বেশি রেটিং পাওয়া অসাধরন এই অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।

মিউজিক প্রেমিদের জন্য নিয়ে আসলাম অসাধারন একটি অ্যাপ।হেব্বি মিউজিক কোয়ালিটি এবং সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।

১০০টির বেশি অ্যাপের সুবিধা সম্পূর্ণ অসাধারন একটি টুলবক্স অ্যাপ প্লেস্টোরে যার মূল্য 5.42$।একবার হলেও ব্যবহার করা উচিৎ।

SHAREit দিয়ে কি স্পিড পাচ্ছেন না?তাইলে নিয়ে নিন সমাধান।এবার ঝরের গতিতে ফাইল ট্রান্সফার হবে।

নিয়ে নিন ২৮০০+ আইকন সহ অসাধারন একটি অ্যাপ যা সাপোর্ট করবে সব Launcher এ আর মনের মতো করে সাজিয়ে নিন আপনার ফোন।অ্যাপটি সম্পূর্ণ প্রিমিয়াম এবং প্রিমিয়াম হোস্টিং সাইট থেকে ডাউনলোড করে নিন এখনি।

নিয়ে নিন 3$ মূল্যের প্লেস্টোরে নতুন রিলিজ এবং সবচেয়ে বেশি রেটিং পাওয়া অসাধারন একটি মিউজিক প্লেয়ার।এই প্লেয়ার ইউজ করলে অন্য সব প্লেয়ারের কথা ভুলে যাবেন মাস্ট।

মাত্র ৮০০ কেবি সাইজের অসাধারন একটি ফাইল ম্যনেজার।যাতে পাবেন অনেক অনেক ফিচার এবং অ্যাপ ক্লোন করার সুবিধা।

এবার সব ধরনের মিডিয়া কনভার্ট করুন মাত্র এক ক্লিকেই।এই অ্যাপ এর আগে আপনি কখনোই ইউজ করেন নি।একের ভেতরেই সব তারাতাড়ি নিয়ে নিন।

নিয়ে নিন ৭৫ টি দেশে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত ২০১৫ সালের সেরা ক্যামেরা অ্যাপ। ছবি তোলার জন্য আজ থেকে শুধুই এইটা।

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

 

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Zip ও Rar ফাইল এক্সট্রাক করার যায় ?