1বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার দ্বিতীয় টিউন শুরু করছি। আমার প্রথম টিউনটি একেবারে বাজে হয়েছে। তাই আমি চাচ্ছি ভূল না করতে। হয়তো এই বিষয়টি নিয়ে অনেক টিউন হয়েছে। যাই হোক কথা না বাড়িয়ে কাজে আসি।
প্রথমত আমাদের এন্ড্রোয়েড ডিভাইস/ হ্যান্ডসেটটি অবশ্যই রুটেড হতে হবে।
যাদের এন্ড্রোয়েড ডিভাইস/ হ্যান্ডসেট রুট করা নেই তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই এপ্সটি খুবই কার্যকর।
১. ইএস ফাইল ম্যানেজার ওপেন করি।
২. এরপর অপশন বাটনে ক্লিক করি।
৩. এরপর Root Explorer ও Show hidden files এ ক্লিক করি।
৪. এরপর লাল দাগ দেওয়া জায়গা ক্লিক করে device এ ক্লিক করি।
৫. এরপর data ফোল্ডারে ক্লিক করি।
৬. এরপর misc ফোল্ডারে ক্লিক করি।
৭. এরপর Wifi ফোল্ডারে ক্লিক করি।
৮. এরপর wpa_suplicant.conf ফাইল এ ক্লিক করি।
৯. এরপর ES note editor এ ক্লিক করি।
এভাবেই আমরা পেয়ে যাব কাঙ্খিত Wifi Password।
ভবিষ্যতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর টিঊন নিয়ে হাজির হবো। আমার জন্য দোয়া করবেন। কার কোন ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না,
ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আল্লাহ হাফেজ।
আল্লাহর ভয় মানুষকে অন্য সকল ভয় হইতে মুক্তি দেয়।___ইবনে সীনা
✎ আমি ততক্ষণ পযর্ন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পযর্ন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। আল্লাহ তা’আলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহন করবেন এবং শেষ পযর্ন্ত জিজ্ঞাসা করবেন, হে মোহাম্মদ ! এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন ? আমি বলব, হে প্রভু ! আমি সন্তুষ্ট। ___আল হাদীস
✎ বছরান্তেও যে ব্যক্তি কোন দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার উচিৎ ভেবে দেখা যে, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয়তো? ___হযরত আলী(রাঃ)
✎ যে নিজেকে চিনিতে পারিয়াছে সে আল্লাহতায়ালাকে চিনিতে পারিয়াছে। ___আল হাদীস
✎ অনেক লোকই দিনে অন্তত পাঁচবার মুখ ধোয়, কিন্তু পাঁচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করেনা। ___ইবরাহিম আদহাম
✎ ছোটদের সঙ্গে সন্তানের ন্যায়, বড়দের সঙ্গে পিতার ন্যায় এবং সমবয়স্কদের সঙ্গে ভাই এর ন্যায় আচরন করার নামই ন্যায়বিচার। ___ইমাম জাফর সাদেক
আমি Abdur Rahman Shohagh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো কানেক্ট করার পরে… কিন্তু কানেক্ট না করেই কিভাবে পাব