আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।
আমরা অনেকেই অনেক ধরনের ফটো এডিটর অ্যাপ ইউজ করে থাকি কিন্তু কয়টায় বা আমাদের মনের মতো হয়ে থাকে বলুন।তবে আজ আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি চাইলেই আপনার ছবিতে ১৫০০+ ইফেক্ট দিতে পারবেন।
তবে হ্যা অ্যাপটি কিন্তু ফ্রি নয় প্লেস্টোরে কিনতে গেলে আপনাকে 3.85$ গুনতে হবে।ভয় নেই আমি কিন্তু ফ্রিই দিচ্ছি।
সহ অনেক ফিচার আছে এই ছোট্ট অ্যাপে যা ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।
আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে।আর সাথে OTG ব্রাউজ তো থাকছেই।
কম্পিউটারের জনপ্রিয় ক্লিনার CCleaner এর নিয়ে নিন এন্ড্রোয়েট ভার্সন।সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন।
SHAREit দিয়ে কি স্পিড পাচ্ছেন না?তাইলে নিয়ে নিন সমাধান।এবার ঝরের গতিতে ফাইল ট্রান্সফার হবে।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে এতো টাকা কই পামু??????