আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আপনার ফোন কি খুব স্লো? র্যাম খুব কম? ঠিক মতো কাজ করে না? তাহলে আপনার জন্যই এই অ্যাপ।আমরা কে না ক্লিনার ইউজ করি ফোনে।কয়টায় বা কাজ করে।তবে আমি যে অ্যাপ নিয়ে আসছি তা কম্পিউটারের জন্য অনেক আগে থেকেই পরিচিত।রিসেন্টলি তা এন্ড্রোয়েট ভার্সন রিলিজ করে।আর অ্যাপটার কাজ ও অসাধান। তবে হ্যা এইতা কিন্তু ফ্রি নয় প্লেস্টোর থেকে কিনতে গেলে অবশ্যই টাকা খরচ করতে হবে।কিন্তু আমি দিবো একদম ফ্রিতে।
চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।
সহ অনেক ফিচার আছে এই ছোট্ট অ্যাপে যা ব্যবহার না করা পর্যন্ত বুঝবেন না।শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।
আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।
আপনার ফোনে OTG আছে কি না এখনি চেক করে নিন ছোট্ট এই অ্যাপ দিয়ে।আর সাথে OTG ব্রাউজ তো থাকছেই।
SHAREit দিয়ে কি স্পিড পাচ্ছেন না?তাইলে নিয়ে নিন সমাধান।এবার ঝরের গতিতে ফাইল ট্রান্সফার হবে।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।