কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। এটা আমার প্রথম টিউন কোনো ভুল হলে ক্ষমা করবেন। কথা না বারিয়ে কাজ শুরু করি। Clash of clans গেমটার সারভার অনেক শক্তিশালী যার কারনে এটা হ্যাক করা অনেক কঠিন একটা কাজ। যাই হোক চলুন কাজ শুরু করি। আশা করি এটা কাজ করবে।
প্রথমে এই লিঙ্ক থেকে App টা ডাউনলোড করুন। (SB Game hacker Apk) Size: 919k
এই App টি চালানোর জন্য আনপার Android কে অবশ্যই রুট করতে হবে। রুট না করা থাকলে নিচের লিঙ্ক থেকে এই App টি ডাউনলোড করুন।(Framaroot Apk) Size: 1.03 MB
এবার App টি ইনস্টল করুন এবং রুট করুন।তারপর আরেকটি App ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে (Superuser)Size: 1.4 MB
এবার এই App টিও ইনস্টল করুন এবং আপনার Android টিকে Restar করুন।
রুট হয়ে গেলে Game hacker App টি ইনস্টল করুন।কিন্তু ওই App টার ভাষা হলো চাইনিজ। তাই নিচের ছবি গুলোর মতন কাজ করুন।(Step by Step)
১. নিচের ছবির মতন Install এ চাপুন।
২.এবার Install হলে নিচে গিয়ে Yes এ চাপুন।
৩.App টা ওপেন হলে - এ চাপুন তাহলে App টা Minimize হবে।
৪.এবার গেম টি ওপেন করে ওই চিহ্নতে Click করুন।
৫.এবার Settings এ Click করুন।
৬.এবার De এবং Auto এই দুইটিতে Click করুন এবং Save করুন।
৭.এবার আপনার গেম এর coins,gems,elixir অনুযায়ী বর্তমানে যত গুলো আছে সেটা লিখুন। যেমন : আমার coin আছে 2422 টি তাই বসাতে হবে 2422।তারপর আবার Minimize করুন এবং ভেলু বারান।
৮.এভাবে লেখতে হবে 😀
৯.তারপর Search দিতে হবে 😆
১০.তারপর Search হয়ে গেলে এই রকম আসবে তারপর Minimize করে আপনি যেটা বারাতে চাচ্ছেন সেটার ভেলু বারাতে হবে। সে ক্ষেত্রে আপনি coins,gems,elixir কালেক্ট করে বারাতে পারেন। যেমন:2422 থাকলে কিছু কালেক্ট করে 2500 করতে পারেন অথবা 2423 হলেও চলবে।আপনার ইচ্ছা মত করতে পারেন তবে যেটা আছে অবশ্যই তার বেশি হতে হবে।কিন্তু কালেক্ট করার পর বর্তমান এ যেই ভেলু আছে সেটা বসাতে হবে।
১১.তারপর ওই Into এর পরে আপনার নতুন ভেলু বসাতে হবে। যেমন :2500
১২.তারপর যত লাগবে সেই ভেলু বসাতে হবে :)। যেমন: 99999
১৩.তারপর ভেলু বসিয়ে Continue এ Click করুন।
১৪. ঠিক এই ভাবে আপনি coins,gems,elixir সব হ্যাক করতে পারবেন।আপনার কাজ শেষ এবার আপনিও হন Clash of clans এর রাজা 😆 😎
ইনশাল্লাহ, ভবিষ্যতে এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি সে জন্যে সবাই দোয়া করবেন।
YouTube: Hridoy Multimedia
Facebook: https://www.facebook.com/hridoy.multi
আমি সাহারিয়ার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bro pc te blustar diye kora jai na seta ki vabe root korbo