আমাদের সবার ইচ্ছা থাকে নিজের ফোন টা কে ইচ্ছা মত সাজানো।যেমন notification bar টি কে সুন্দর করে সাজাতে ইচ্ছা করে,আপনারা হয়ত অনেকেই এটা দেখেছেন অনেকের status bar এ নিজের ছবি দিয়ে রেখেছে কিন্তু নিজে পারেন নি।কারণ এই কাজ টা করার জন্য ফোন রুট থাকা লাগে।
>
কিন্তু ফোন রুট করে এই কাজ টা করতে গেলে অনেক ঝুঁকি আছে।যেমন ফোন যে কোন সময় brick হয়ে যেতে পারে।আর ব্রিক হয়েগেলে অনেক জামেলা গেলে যায়।
>
কিন্তু আপনি এখন কোন রকম ঝুঁকি ছাড়ায় আপনার status bar এ আপনার ফোটো অথবা সুন্দর সুন্দর থিম সেট করতে পারবেন।
>
যারা রুট ইউজার আছেন কিন্তু এখন ভয়ের জন্য status bar টি চেঞ্জ করতে পারেন নি তারা ও এই অ্যাপ টি ব্যবহার করে status bar চেঞ্জ করতে নিন অনেক সুন্দর লাগবে।
>
এই অ্যাপ টি ব্যবহার করা খুব সহজ জাস্ট ওপেন করে থিম বাছায় করেন অথবা অথবা নিজের ফোটো সিলেক্ট করে দিন।
>
রুট ছাড়া এই কাজ করার জন্য ২টি জনপ্রিয় অ্যাপ আছে।২টাই ডাউনলোড করে নিন।২টা ২রকম।অনেক কাজে লাগবে।2 টাই প্রিমিয়াম ভার্সন। মানে ডলার লাগবে।
>
app name:Color status bar premium
Download link: এইখানে
>
app name:Super status bar premium
size: এইখানে
আমি Tips & Tricks Share। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।