আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
N.B- অবশ্যই পুরো টিউন পড়বেন না হলে ডাউনলোড করতে সমস্যা হতে পারে।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।অসলে আমি চেস্টা করি আপনাদের অসাধারন কিছু দেয়ার যা সবার থেকে আলাদা।যা আমার টিউন গুলো দেখলেই বুঝতে পারবেন।আমি মনে করি এমন কিছু কেও দিতে পারবে না।অ্যাপ গুলো আমি নিজের প্রয়জনে খুজে বের করি এবং ভাল লাগলে তা সেয়ার করি।
আমরা অনেকেই হয়তো SHAREit ব্যবহার করি কিন্তু স্পিড পাই না।আর তাদের জন্যই এই টিউন।আজ আমি যে অ্যাপ নিয়ে আসছি তা দিয়ে আপনি চাইলেই SHAREit এর চেয়ে দ্বিগুন স্পিডে ফাইল সেয়ার করতে পারবেন।
তবে মুখের কথা নয় এই অ্যাপ দিয়ে আপনি 5/6Mbps স্পিডে ফাইল আদান প্রদান করতে পারবেন।
অ্যাপটির প্লেস্টোর রেটিং ৫ এর মধ্য ৪.৬।
ভাল লাগছে না তাই অ্যাপটির ফুল রিভিউ দিতে পারলাম না।
শুধু বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।
আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।
মাইক্রোসফটের তৈরি করা অসাধারণ একটি লকস্ক্রিন।সিম্পল বাট অনেক স্টাইলিশ পছন্দ হতেই হবে।
ডাউনলোড করে নিন পিসির জন্য অসাধারন ফেসবুক মেছেঞ্জার।জাস্ট ওসাম,ভিডিও কল,অডিও কল সব করতে পারবেন।
আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।
টিটির সাথেই থাকুন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।