আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ তবুও একটু খুলেই বলি।
আমরা অনেক সময় অনেক মিডিয়া কনভার্ট করতে চাই কিন্তু ঠিকঠাক অ্যাপ হয়তো পাই না।আর পাইলেও ভিডিও,অডিও,ছবি ইত্যাদি একেকটার জন্য হয়তো একেক অ্যাপ ইউজ করতে হয়।আর সবচেয়ে বড় কথা কনভার্টার যে অ্যাপ গুলো পাওয়া যায় সেগুলোতে কনভার্ট অনেক সময় লাগে।কিন্তু আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি সবকিছুই কনভার্ট করতে পারবেন তাও আবার অনেক দ্রুত।আর অ্যাপটি ব্যবহার করাও অনেক সহজ।
এক নজরে অ্যাপটার রিভিউ দেখায় যায় কি বলেন।
আরো অনেক সুবিধা পাবেন এই অ্যাপে।সবকিছু লেখা সম্ভব হলো না।
কিভাবে ব্যবহার করবেন।
১। প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন (ডাউনলোড করার নিয়ম নিচে দেয়া আছে দেখুন) এবং ইন্সটল করুন।
২। দ্বতীয়ত এই লিংক থেকে কোডেক ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
কাজ শেষ এখন ইচ্ছামতো যেকোন ফর্মেটে যেকোন মিডিয়া কনভার্ট করুন।
N.B:- অবশ্যই কোডেক ডাউনলোড করতে হবে।না হলে বেশি রেজুলেশন গান সাপোর্ট করবে না।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
ধন্যবাদ এতোক্ষন আমার সাথে থাকার জন্য।
আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।
মাইক্রোসফটের তৈরি করা অসাধারণ একটি লকস্ক্রিন।সিম্পল বাট অনেক স্টাইলিশ পছন্দ হতেই হবে।
ডাউনলোড করে নিন পিসির জন্য অসাধারন ফেসবুক মেছেঞ্জার।জাস্ট ওসাম,ভিডিও কল,অডিও কল সব করতে পারবেন।
আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।
টিটির সাথেই থাকুন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।