নিয়ে নিন ৭৫ টি দেশে সবচেয়ে বেশি ডাউনলোডকৃত ২০১৫ সালের সেরা ক্যামেরা অ্যাপ। ছবি তোলার জন্য আজ থেকে শুধুই এইটা।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।

 


হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে।যাইহোক তবুও খুলে বলি আজ আমি যে ক্যামেরা অ্যাপ নিয়ে আসছি তা ২০১৫ সালে প্লেস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড কৃত অ্যাপের মধ্য একটি।সম্প্রতি গুগল এক বার্তায় প্রকাশ করে বিশ্বের ৭৫টি দেশে এই অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড হইছে এবং তাদের প্রিয় অ্যাপের ভেতর ছিলো।


এক নজরে অ্যাপটির রিভিউ দেখি চলুন।

  • ১০মিলিয়ন+ ডাউনলোড।
  • গুগল বেস্ট অ্যাপ ২০১৫।
  • একটি অ্যাপেই সব কিছু।
  • ফটো এডিটিং।
  • লেন্স Blur করে DSLR এর মতো ছবি তুলতে পারবেন।

Features:
Real-time filter - Real-time preview when you take photo or video.
Amazing filter – Many filters available when photograph and photo-editing.
Photo editor - Easy to beautify the picture by simple operations, such as emoji, doodle and text.
Fastest capture – Just 1s to capture photo after press the shutter button.
Simple interface - Intuitive interface, and quickly switch to video and selfie.
HDR – Open HDR to improve images captured in low light, and backlit scenes.
Beauty selfie – Just one tap to beautify your selfie photo.
Private gallery – Keep your private photo safe.
Tilt-Shift – Tilt-Shift enables you to control perfect lens blur.

 

এছাড়াও কিছু আকর্শনীয় ফিচার পাবেন এই অ্যাপে।সত্যি বলতে আমি নিজে ব্যবহার করি এই আপ্প।আপ্নিও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশাকরি ভাল লাগবে।

তাইলে আর দেরি করার কোন প্রশ্নই আসে না এখনি ডাউনলোড করে নিন।

অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।

-:অ্যাপ ডাউনলোড লিংক:-


IMG_20151130_182517


আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

মাইক্রোসফটের তৈরি করা অসাধারণ একটি লকস্ক্রিন।সিম্পল বাট অনেক স্টাইলিশ পছন্দ হতেই হবে।

ইন্টারনেট স্পিড মিটারের দিন শেষ।এবার স্পিড দেখুন অন্য একটি অ্যাপ দিয়ে।স্পিড টেস্ট সহ অনেক ফিচার এবং সম্পূর্ণ পেইড ভার্সন।আজ থেকে শুধুই এইটা।

এবার Windows ফোনের Windows Store চালান এন্ড্রোয়েটে।আর Windows ফোনের দামি অ্যাপ গুলোর এন্ড্রোয়েট ভার্সন ডাউনলোড করে নিন এখনি।

[মেগা টিউন]অন্যর এন্ড্রয়েট ফোন হ্যাক করে তার ফোনের ফন্ট বা ব্যাক ক্যামেরা নিজেই নিয়ন্ত্রন করে ভিডিও রিকোর্ড দেখি নিজের মোবাইলে।

[Android] আসুন অন্যের ফোন হ্যাক করে তার ভয়েস কল রিকোর্ড নিজের মোবাইলে শুনি।কি বিশ্বাস হচ্ছে না??তাইলে টিউনটি একবার দেখুন।

আপনার অজান্তেই আপনার ফোনে কি কেও নজরদারি করছে।আপনি হয়তো কিছুই জানেন না,কিন্তু জানে এই ২০০ কেবি 4$ মূল্যের অ্যাপ।আপনার সুরক্ষার জন্য ১ মিনিট হলেও ব্যবহার করুন।

প্লেস্টোরের পেইড অ্যাপ ফ্রি ডাউনলোড করতে চান?জীবনে তো অনেক কিছু ট্রাই করছেন,এইবার ট্রাই করুন অন্যকিছু।পেইড,মুডেড অ্যাপ সব পাবেন একই পরিসরে।একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।

ডাউনলোড করে নিন পিসির জন্য অসাধারন ফেসবুক মেছেঞ্জার।জাস্ট ওসাম,ভিডিও কল,অডিও কল সব করতে পারবেন।

আপনার এন্ড্রোয়েট ফোন দিয়েই লাইভ টেলিকাস্ট করুন যেকোন যায়গা থেকে।খেলার মাঠ থেকে যেমন টিভিতে সম্প্রচার করে। 4$ অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই আর সাথে ট্রিক টা শিখে নিন।

কোন যানবাহনে করে কোথাও যাচ্ছেন কিন্তু জানেন না যানবাহনটি কতো স্পিডে চলছে?তবে হ্যা ছোট্ট এই অ্যাপ দিয়েই জানতে পারবেন বাহনটি কতো স্পিডে চলছে।3$ মূল্যের এই অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।

এবার বিভিন্ন ইন্টারনেট প্যাক জানার জন্য কেয়ারে ফোন করতে হবে না।একটি অ্যাপেই দেশের সকল অপারেটরের ইন্টারনেট প্যাক এবং সেগুলো এক্টিভ কোড।

এবার ডকুমেন্ট স্ক্যান করুন PDF কনভার্ট করে তা এডিট করুন।ইমেজ স্ক্যান করে ইমেজের টেক্সট এডিট করুন প্রিমিয়াম এই অ্যাপ দিয়ে।Docs scan+ OCR একসাথে।

এইবার ক্যামেরা দিয়ে ছবি তুল্লে ছবিতে অটোমেটিক টাইম ডেট সেট হয়ে যাবে।চাইলে নিজের ইচ্ছামতো ফন্ট দিয়ে নিজের লেখাও সেট করতে পারবেন।

মাত্র ২০০ কেবি অ্যাপ দিয়ে এবার Whatsapp এ মেছেজের বোম্ব মারুন।মাত্র এক ক্লিকেই হাজার হাজার মেছেজ পাঠান।

এখন GPS ব্যবহার করে কোন যায়গা খুজতে আর ইন্টারনেট লাগবে না।সম্পূর্ণ পেইড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।

1.88$ মূল্যের ছোট্ট একটি অ্যাপ দিয়ে আপনার ফোনের যাবতীয় ভলিউম কন্ট্রোল করুন।জাস্ট অসাধারণ একটি অ্যাপ ইউজ না করলে বুঝতে পারবেন না।

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস