আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ভাল আছি।
হয়তো ভাল কিছু দিতে পারিনা আপনাদের তবুও চেস্টা করি।টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন এতোক্ষনে আসলে এইটা কি ধরনের অ্যাপ।
এই অ্যাপ যা ইন্টারনেট ব্যবহারের সময় আপনার আপলোড এবং ডাউনলোড স্পীড সব সময় আপনার নোটিফিকেশান বারে দেখাবে। এছাড়া এর বাড়তি সুবিধার মধ্যে আছে এটি দিয়ে আপনার ইন্টারনেটের সর্বচ্চো আপলোড এবং ডাউনলোড স্পীড টেস্ট করতে পারবেন। নোটিফিকেশান ছাড়াও এটা দিয়ে একটা মুভেবল ভাসমান উইজেটের মাধ্যমেও স্পীড দেখতে পারবেন। তাছাড়া ইন্টারনেটের ডাটা মনিটরিং তো থাকছেই।
এছাড়াও আরো অনেক কিছু পাবেন ১ এম্বির এই অ্যাপে।সম্পূর্ণ পেইড ভার্সন হওয়ায় কোন প্রকার ঝামেলা নাই।
তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।
ডাউনলোড করে নিন পিসির জন্য অসাধারন ফেসবুক মেছেঞ্জার।জাস্ট ওসাম,ভিডিও কল,অডিও কল সব করতে পারবেন।
আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।
টিটির সাথেই থাকুন।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice softwer http://bdupload.net/lmpierppfalr