এবার বিভিন্ন ইন্টারনেট প্যাক জানার জন্য কেয়ারে ফোন করতে হবে না।একটি অ্যাপেই দেশের সকল অপারেটরের ইন্টারনেট প্যাক এবং সেগুলো এক্টিভ কোড।

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি


আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।

আমরা কমবেশি  সবাই ইন্টারনেট ইউজ করি আর এই ইন্টারনেট প্যাক গুলো জানতে আমাদের হয়তো অনেক সময় কেয়ারে ফোন করতে হয় বা অনেক কিছু ডায়েল করতে হয়।তবে আমি যে অ্যাপটি নিয়ে আসছি তা দিয়ে আপনি দেশের সকল অপারেটরের ইন্টারনেট প্যাক গুলো জানতে পারবেন এবং এক্টিভ করতে পারবেন।


এক নজরে অ্যাপটির রিভিউ।

  • সকল অপারেটরের ইন্টারনেট প্যাক এবং দাম।
  • এক্টিভ কোড।
  • সোসাল প্যাক।
  • কিউবি এবং বাংলালায়ন প্যাক।
  • ঢাকার কিছু ISP প্রভাইডারের কন্টাক্ট এড্রেস।

 

আরো অনেক কিছু পাবেন ছোট্ট এই অ্যাপে।

তাই আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন।

অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।


ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।

 

-:অ্যাপ ডাউনলোড লিংক:-


IMG_20151130_182517


 

আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।

[মেগা টিউন]অন্যর এন্ড্রয়েট ফোন হ্যাক করে তার ফোনের ফন্ট বা ব্যাক ক্যামেরা নিজেই নিয়ন্ত্রন করে ভিডিও রিকোর্ড দেখি নিজের মোবাইলে।

[Android] আসুন অন্যের ফোন হ্যাক করে তার ভয়েস কল রিকোর্ড নিজের মোবাইলে শুনি।কি বিশ্বাস হচ্ছে না??তাইলে টিউনটি একবার দেখুন।

আপনার অজান্তেই আপনার ফোনে কি কেও নজরদারি করছে।আপনি হয়তো কিছুই জানেন না,কিন্তু জানে এই ২০০ কেবি 4$ মূল্যের অ্যাপ।আপনার সুরক্ষার জন্য ১ মিনিট হলেও ব্যবহার করুন।

প্লেস্টোরের পেইড অ্যাপ ফ্রি ডাউনলোড করতে চান?জীবনে তো অনেক কিছু ট্রাই করছেন,এইবার ট্রাই করুন অন্যকিছু।পেইড,মুডেড অ্যাপ সব পাবেন একই পরিসরে।একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।

ডাউনলোড করে নিন পিসির জন্য অসাধারন ফেসবুক মেছেঞ্জার।জাস্ট ওসাম,ভিডিও কল,অডিও কল সব করতে পারবেন।

আপনার এন্ড্রোয়েট ফোন দিয়েই লাইভ টেলিকাস্ট করুন যেকোন যায়গা থেকে।খেলার মাঠ থেকে যেমন টিভিতে সম্প্রচার করে। 4$ অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই আর সাথে ট্রিক টা শিখে নিন।

কোন যানবাহনে করে কোথাও যাচ্ছেন কিন্তু জানেন না যানবাহনটি কতো স্পিডে চলছে?তবে হ্যা ছোট্ট এই অ্যাপ দিয়েই জানতে পারবেন বাহনটি কতো স্পিডে চলছে।3$ মূল্যের এই অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।

এবার ডকুমেন্ট স্ক্যান করুন PDF কনভার্ট করে তা এডিট করুন।ইমেজ স্ক্যান করে ইমেজের টেক্সট এডিট করুন প্রিমিয়াম এই অ্যাপ দিয়ে।Docs scan+ OCR একসাথে।

এইবার ক্যামেরা দিয়ে ছবি তুল্লে ছবিতে অটোমেটিক টাইম ডেট সেট হয়ে যাবে।চাইলে নিজের ইচ্ছামতো ফন্ট দিয়ে নিজের লেখাও সেট করতে পারবেন।

মাত্র ২০০ কেবি অ্যাপ দিয়ে এবার Whatsapp এ মেছেজের বোম্ব মারুন।মাত্র এক ক্লিকেই হাজার হাজার মেছেজ পাঠান।

এখন GPS ব্যবহার করে কোন যায়গা খুজতে আর ইন্টারনেট লাগবে না।সম্পূর্ণ পেইড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।

1.88$ মূল্যের ছোট্ট একটি অ্যাপ দিয়ে আপনার ফোনের যাবতীয় ভলিউম কন্ট্রোল করুন।জাস্ট অসাধারণ একটি অ্যাপ ইউজ না করলে বুঝতে পারবেন না।

নিয়ে নিন অসাধারণ একটি ব্যাটারি অ্যাপ।ফ্রি নয় প্লেস্টোরে যার দাম 3$।একটি অ্যাপেই অনেক ফিচার।

আপনার ফোনের নোটিফিকেশন প্যানেল বানিয়ে ফেলুন আরো সুন্দর এবং আকর্শনীয়।প্রিমিয়াম এই ছোট্ট অ্যাপ দিয়ে।রুটের দরকার নাই।

আসুন ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা দিয়ে এক সাথে ছবি তুলি।অসাধারন একটি অ্যাপ শুধু মাত্র আপনার জন্যই।

4.99$ মূল্যের অসাধারণ একটি অ্যাপ।যার মধ্য প্রয়োজনীয় সব পাবেন।আলাদা করে এন্টি ভাইরাস,সিকুরিটি,এড ব্লকিং,ব্যাকআপ বা বিভিন্ন টুলস অ্যাপ ইউজ করার প্রয়োজন নাই।

একটা ফাইল আপনার মেমরি কার্ডে কয়েক যায়গায় আছে?খুজে বের করে ডিলেট করতে খুব ঝামেলা মনে করছেন?তাহলে এই অ্যাপটি আপনার জন্যই।আপনার মেমরি কার্ডের ডাবল ফাইল খুজে বের করে ডিলেট করুন এক ক্লিকে।

৭৮৫ কে বি সাইজ এন্ড্রোয়েটের জন্য অসাধারণ একটি টুলবক্স অ্যাপ।একবার হলেও দেখুন ভাল লাগবেই মাস্ট।

[Android]2.72$ মূল্যের মিউজিক প্লেয়ার শুধু মাত্র আপনার জন্যই।এইটা ইউজ করলে অন্য সব প্লেয়ারের কথা ভূলে যাবেন মাস্ট।

Tubemate লাভারদের জন্য টিউবমেট এড ফ্রি এবং সুপার মুডেড ভার্সন নিয়ে হাজির হলাম।আগের টিউবমেট ফেলে দিন।আজ থেকে শুধুই এইটা।

এইবার আপনার ফোনের স্ক্রিনে দুইবার টার্চ করলেই স্ক্রিন লক হয়ে যাবে।মাত্র ১ মেগাবাইট অ্যাপের মাধ্যই হরেক রকমের স্ক্রিন লক সিস্টেম।তাও আবার পেইড ভার্সনের সাথে।

নিয়ে নিন বারকোড,কিউ আর কোড, স্ক্যান করার অসাধারন একটি অ্যাপ।তাও আবার পেইড ভার্সনের সাথে।

ছোট্ট এই অ্যাপ দিয়ে নিজের ভয়েস চেইঞ্জ করুন।আর চমকে দিন বন্ধুদের।ফ্রি নয় প্রিমিয়াম ভার্সন নিয়ে যান।

[Android] 2$ মূল্যের একটি মাত্র অ্যাপ দিয়েই আপনার ফোনের সবকিছু ব্যাকআপ করুন?SMS,Call list,App,App Data সহ অনেক কিছু।

বিজয়ের মাস তো এসেই গেলো।আসুন ফেসবুকেও বিজয়ের মাস পালন করি।প্রোপিকে দেই লাল সবুজ ছাপ।ছোট্ট এই অ্যাপ দিয়ে।

শূন্যের উপর ছবি তুলুন এবং চাইলে সেই ছবি এন্যিমিশন বানান।এমন ক্যামেরা অ্যাপ আপনি জীবনেও দেখেননি।

ছোট বেলায় কয়েন ফেলে মোস্তোফা গেম তো অনেক খেলছেন?এবার না হয় আপনার এন্ড্রোয়েট ফোনেই খেলা যাক।মাত্র ১০ মেগাবাইটের গেমটি এখনি নিয়ে নিন।

[Android] Youtube থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজে।তাও আবার নিজের ইচ্ছা মতো ফর্মেটে।Xda-Developers দের তৈরি করা অ্যাপ।

[Android] মাত্র ৩০০ কেবির অ্যাপ দিয়েই গোয়েন্দাগিরী শুরু করুন আজ থেকে।পেইড এবং মুডেড ভার্সন শুধু মাত্র আপনার জন্যই।

গান শুনতে ভালবাসেন? তাইলে এই অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।তাও আবার পেইড ভার্সনের সাথে।

আমার দেখা সবচেয়ে বেস্ট VPN অ্যাপ।এখনি ডাউনলোড করে নিন আর হেব্বি স্পিডে ফেসবুক সহ সব চালান।সম্পূর্ণ এড বিহীন এবং ডিস্কানেক্ট হওয়ার ভয় নাই।

মাত্র ১ মেগাবাইটের অ্যাপ দিয়েই পরীক্ষা করুন আপনার ফোনের হার্ডওয়্যার।রুটের প্রয়োজন নাই।

রুট করা ছাড়াই যেকোন অ্যাপের এড বন্ধ করি আসুন।সাথে নিন প্রিমিয়াম এবং সম্পূর্ণ লেটেস্ট ভার্সন।

4.19$ মূল্যের মিউজিক প্লেয়ার শুধু মাত্র আপনার জন্যই।তারাতাড়ি নিয়ে নিন।

3.20$ মূল্যের সায়েন্টিফিক ক্যালকুলেটর।যা সত্যিই আপনাকে অবাক করে দিবে।

[Android] ডাউনলোড করে নিন ফটোগ্রাফির জন্য প্রফেশনাল মাপের ওয়াটারমার্ক।আর ছবিতে দিন নিজের পছন্দ মতো ওয়াটারমার্ক।তাও আবার পেইড ভার্সন।

নিয়ে নিন অসাধারন একটি ক্যামেরা অ্যাপ।পারফোমেন্স দেখে অবাক হয়ে যাবেন।তাও আবার পেইড এবং লেটেস্ট ভার্সন।

ফোন থেকে ছবি ডিলেট হয়ে গেছে?আর ফিরে আনতে পারছেন না? তাইলে এই দিকে আসুন।ফোন রুট ছাড়াই ছবি ফিরে আনুন।

আমার সাইটে প্রথমে প্রকাশিত

ফেসবুকে আমি

আর হ্যা আমার টিউন গুলো যদি ভাল লাগে তবে অবশ্যই সেয়ার এবং প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।

টিটির সাথেই থাকুন।

ধন্যবাদ।

Level 0

আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস