আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।আমিও আল্লাহতালার রহমতে ও আপনাদের দোয়াই ভাল আছি।
আমি সব সময় চেস্টা করি সবাইকে ভাল কিছু দেবার।তেমনি আজকেও নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ।টাইটেল দেখে হয়তো অনেকেই এতোক্ষনে বুঝে গেছেন।যাইহোক তবুও বলি।
আগে মনযোগ দিয়ে পুরো টিউন পড়া শেষ করুন।তারপর ট্রাই করবেন।
অন্যর এন্ড্রয়েট ফোন হ্যাক করে তার ফোনের ফন্ট বা ব্যাক ক্যামেরার ভিডিও রিকোর্ড দেখুন নিজের মোবাইলে।
কি অবাক হচ্ছেন তো?? আরে ভাই অবাক হওয়ার কিছুই নাই।বর্তমান সময়ে অনেক কিছুই সম্ভব আপনার সাধের এন্ড্রয়েট ফোন দিয়ে।
টাইটেল টা দেখে অনেকে মনে মনে ধরেই নিয়েছেন যাক এইবার অমুকের দিন শেষ তমুকের দিন শেষ।ভাই আপনাদের কাছে অনুরোধ কেও এইটা খারাপ কাজে ব্যবহার করবেন না।আপনি চাইলে নিজের ফোনেও এইটা করে রাখতে পারেন।অন্তত চোর ধরতে পারবেন।
অনেকেই অ্যাপটি সেয়ার করতে মানা করছেন।তবুও সেয়ার করছি।এর আগে অবশ্য কল রিকোর্ডের টা দিছিলাম ভিডিও টিউটোরিয়াল সহ।ওইটা যারা করছেন তারা অনায়াসেই এইটাও পারবেন।
তো যাইহোক কাজের কথাই আসি।
এই অ্যাপ কিভাবে কাজ করে।।
এইটা এমন একটা অ্যাপ যা প্রথমে ভিক্টিমের ফোনে ইন্সটল করে দিতে হবে।আর ভিক্টিম টা এমন হতে হবে যে নেট ইউজ করে।কারন নেট ছাড়া রিমোর্টলি কিছুই করা পসিবল না।এইটা আমি হ্যাকিং অ্যাপ ও বলবো না।
-:শুরু:-
১। প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।অ্যাপটি প্লেস্টোরে পাবেন না।তাই প্লেস্টোর লিংক দিতে পারলাম না।
২।অ্যাপে ঢুকুন।এক্সেপ্ট দিয়ে ৩ টা বক্স দেখতে পাবেন।
৩।যে ইমেল দিয়ে রেজিস্টার করবেন সেইটা দিন।তারপর পাসওয়ার্ড দিন।দুইটা বক্সে একই পাসওয়ার্ড দিবেন।
৪।সেটিং থেকে Hide apps করে দিন।এবং বের হয়ে আসুন।পরবর্তীতে অ্যাপ ফিরে আনতে *555* ডায়েল করুন।ভিক্টিমের ফোনের দরকার শেষ।
৫। এই লিংকে ঢুকুন।ফোন অথবা কম্পিউটার থেকে।তবে ফোন হলে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করবেন।
৬।ইমেল আর পাসওয়ার্ড দেয়ার যায়গায় অ্যাপে দেয়া ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
৭।তারপর দুইটা অপশন পাবেন।একটা হলো ফন্ট ক্যামেরা আর একটা ব্যাক।মানে আপনি ভিক্টিমের ফোনের কোন ক্যামেরা দিয়ে ভিডিও রিকোর্ড করতে চান।Capture Video তে ক্লিক করুন।তারপর ভিডিও ক্যাপচার শুরু হবে।এখানে ২০ সেকেন্ড থেকে ২০ মিনিট পর্যন্ত ভিডিও হবে।পেজ রিলোড দিলে ক্যাপচার স্টপ হবে।
৮।অপেক্ষা করুন একটু।পেজ রিলোড দিন। ইমেলে থাকা রিকোর্ড গুলো ওখানে আপলোড হবে।এবং আপনি ইচ্ছা করলে সেখান থেকে দেখতে বা ডাউনলোড করতে পারবেন রিকোর্ড গুলো।
জানিনা কেমন লিখলাম বা বুঝাতে পারলাম কি না।বুঝতে সমস্যা হলে নিচে স্ক্রিন সর্ট দেয়া আছে।ভিডিও টিউটোরিয়াল বানানোর সময় পেলাম না।তবে কল রিকোডের টা আছে।ওইটা আর এইটা একদম সেইম।চাইলে ওইটা দেখতে পারেন।আর আমি তো আছিই যেকোন সময় হেল্প পাবেন আশাকরি।
ভিডিও দেখতে এইখানে ক্লিক করুন
যদিও এই টিউটোরিয়াল টা আমার জীবনের প্রথম করা। আশা করি ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন।আর যারা হ্যাক ভয়েস কল ইউজ করছেন তাদের জন্য অতি সোজা।এর পর কল লোকেশন ট্রাক,SMS,ভয়েস রিকোর্ড ট্রাক দিবো যদি আপনারা সাপোর্ট দেন।
N.B - অ্যাপটি রিকোর্ডে অনেক কম MB খরচ করে [প্রমাণিত]
অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে অবশ্যই অনেক অনেক সেয়ার করবেন।আর প্রিয় টিউনে যোগ করতে ভুলবেন না।
ডাউনলোড করার জন্য Download Now এর নিচে টিক চিহ্ন তুলে দিয়ে Download Now ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্যকোন পেজে গেলে ব্যাক করে আসুন।আর অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
আমার আরো কিছু টিউন।দেখুন তো আপনার দরকারি কোনটা।
নিয়ে নিন অসাধারণ একটি ব্যাটারি অ্যাপ।ফ্রি নয় প্লেস্টোরে যার দাম 3$।একটি অ্যাপেই অনেক ফিচার।
আসুন ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা দিয়ে এক সাথে ছবি তুলি।অসাধারন একটি অ্যাপ শুধু মাত্র আপনার জন্যই।
৭৮৫ কে বি সাইজ এন্ড্রোয়েটের জন্য অসাধারণ একটি টুলবক্স অ্যাপ।একবার হলেও দেখুন ভাল লাগবেই মাস্ট।
নিয়ে নিন বারকোড,কিউ আর কোড, স্ক্যান করার অসাধারন একটি অ্যাপ।তাও আবার পেইড ভার্সনের সাথে।
ছোট্ট এই অ্যাপ দিয়ে নিজের ভয়েস চেইঞ্জ করুন।আর চমকে দিন বন্ধুদের।ফ্রি নয় প্রিমিয়াম ভার্সন নিয়ে যান।
শূন্যের উপর ছবি তুলুন এবং চাইলে সেই ছবি এন্যিমিশন বানান।এমন ক্যামেরা অ্যাপ আপনি জীবনেও দেখেননি।
গান শুনতে ভালবাসেন? তাইলে এই অ্যাপটি শুধু মাত্র আপনার জন্যই।তাও আবার পেইড ভার্সনের সাথে।
মাত্র ১ মেগাবাইটের অ্যাপ দিয়েই পরীক্ষা করুন আপনার ফোনের হার্ডওয়্যার।রুটের প্রয়োজন নাই।
রুট করা ছাড়াই যেকোন অ্যাপের এড বন্ধ করি আসুন।সাথে নিন প্রিমিয়াম এবং সম্পূর্ণ লেটেস্ট ভার্সন।
4.19$ মূল্যের মিউজিক প্লেয়ার শুধু মাত্র আপনার জন্যই।তারাতাড়ি নিয়ে নিন।
3.20$ মূল্যের সায়েন্টিফিক ক্যালকুলেটর।যা সত্যিই আপনাকে অবাক করে দিবে।
ফোন থেকে ছবি ডিলেট হয়ে গেছে?আর ফিরে আনতে পারছেন না? তাইলে এই দিকে আসুন।ফোন রুট ছাড়াই ছবি ফিরে আনুন।
আর হ্যা আমার টিউন গুলোর ভাল মন্দ দিক গুলো অবশ্যই জানাতে ভুলবেন না।
টিটির সাথেই থাকুন।
ধন্যবাদ।
আমি সৈকত অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলে আপনার সবকটি পোস্ট ই খুব উপকারি