এবার ১৫ দিন ২০ দিন ৩০ দিন ছারুন, আগে ভাল করে প্রয়োজনীয় ভোকাবুলারি শিখুন। তারপর ৩০ দিনে ইংরেজি শিখুন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, ক্যামন আছেন সবাই ? আশা করি ভাল আছেন আমি ও আপনাদের দোয়াই ভাল আছি। এবার চলুন আসল কথাই যাই।

ইংরেজি আমাদের জন্য দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহারিত, আর বাংলা হল ১ম ভাষা, যা আমাদের মাতৃভাষা।  কিন্তু বর্তমানে ইংরেজি ভাষার গুরুত্ব  এতটাই বেরেগেছে যে, এই ভাষার জন্য মাশাআল্লাহ কোচিং এর অভাব নেই, গলিতে গলিতে এতো পরিমানের হয়ে গেছে যে, ওই পরমানের মোদী দোকানের কথা বাদ দিলাম, চায়ের দোকান ও এতো পরিমানের নেই, অবশ্য এটা একটা বর্তমানে ভাল মানের বেবসা, মাঝে মাঝে মনে হয় এই সব ছাইরা কিছু টাকা গছায়া একটি কোচিং খুইলা বসি।

ইংলিশ না জানলে বর্তমানে কিছুই করাই যাই নারে ভাই, এক রিকশা চালানো আর ভিক্ষা চারা, কিন্তু যে অবস্থা দেখতাসি কইদিন পরে তাও করতে গেলে ইংরেজি শিখান লাগবো। মাঝে মাঝে মনে হয়, এই দেশে যে ক্যান জন্ম নিলাম। ইউকে তে ইউ এস এ তে ক্যান নিলাম না।

যাই হোক ভাই অনেক কষ্ট আছে মনে, এতোসব বইলা তো আর লাব নাই, ঘুরে ফিরে ওই ইনলিশ ই শেখা লাগবে, আর আমি বগ বগ করলে তো আর আপনারা মানবেন না তাই না ? তাই আর ঘন কথা না কইয়া এবার আসল কথাই যাই।

বর্তমানে ইংলিশ সেখার জন্য অনেক ধরনের বই বের হয়েছে, ১৫ - ৩০ এর ভিতরে ইংলিশ সিখুন খুব সহজেই। আসলে ভাই আপ্নারাই কোন ইংলিশ কি এতো সোজা ?

তবে হ্যাঁ সোজা তাদের জন্য যাদের ভোকাবুলারি ভাল মুখুস্ত আছে, তাই আগে কষ্ট করে ভোকাবুলারি মুখস্ত করুন তারপর যত দিনে ইচ্ছা ততদিনে আপনি ইংরেজি সিখুন।

তাই প্রয়োজনীয় ভোকাবুলারি শিকার জন্য এই এপটি নামিয়ে নিনঃ 

ভোকাবুলারি ইংরেজি শিখুন সহজে.apk

এই সব ভোকাবুলারি ভাল করে মুখস্ত হলে এবার এই এপ টি নামিয়ে ৩০ দিনে ইংরেজি শিখে ফেলুনঃ 

৩০ দিনে ইংরেজী শিখুন.apk

তাহলে ই এখানেই সেশ করছি, কিছু মনে কইরেন না। ও হ্যাঁ আর একটা ভাল কথা, বিভিন্ন ধরনের এপ প্রয়োজনীয় এপ পেতে এই লিংকে একটিভ থাকুনঃ  লাইফ ইজ টেকনোলজি

আর নিচে আমার দেয়া পূর্বের কিছু টিউনের লিংক দিলাম দেখে নিবেন ভাল লাগবেঃ

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস