এবার মেয়েদের পালা শেষ, এখন থেকে ছেলেরা ত্বকের যত্ন নিবে। কিভে নিবে আসুন দেখে যান।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন, আমি ও ভাল আছি আপনাদের দোয়াতে। যাই হোক বেশী ভঙ্গিমা না করে আসল বিষয়ে যাই।

একটা সময়ে সৌন্দর্য চর্চা ছিল শুধুই মেয়েদের অধিকারে, কিন্তু এখন দিন বদলাইছে, বর্তমানে মেয়েদের থেকে ছেলেরা ত্বকের প্রতি যত্নবান বেশী। তাই তো এখন দেখা যায় মেয়দের সাথে তাল মিলায়ে ছেলদের ও পার্লার চালু হয়েছে। আসলে এ সব আজাইরা এতো কাহিনি করে কোন লাভ আছে, সরিষার তেল মুখে মাখলে তো হয়, এর উপরে কি আর কোন ক্রিম আছে ?

যাই হোক এই গুলা কেউ না বুঝলে তাকে বুঝাইয়ে পারা যাবেনা।

তাঁরপর ও যারা একটু বেশী যত্নবান তাদের জন্য এই টিউনটি, যাই হোক ভাই এতো তথ্য দিয়ে পারব না, কারন ত্বকের জন্য অনেক টিপস আছে। আমি শুধু শিরনাম গুলা ভলে দিচ্ছি আপনারা এপ নামিয়ে বিস্তারিত পড়ে নিয়েন।

আগে এখান থেকে এপটি নামিয়ে নিনঃ  ছেলেদের ত্বকের যত্ন.apk

  • ছেলেদের ত্বকের যত্ন।
  • ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়।
  • গরমে ছেলেদের ত্বকের যত্ন।
  • শীতে ছেলেদের ত্বকের যত্ন।
  • ছেলেদের ত্বকের যত্ন সারা বছর।
  • সঠিকভাবে সেইভ করা।(যদি ও করা যায়েজ না মুসলিমদের জন্য)
  • ছেলেদের ত্বকের যত্নে প্রাকৃতিক স্ক্রাব।
  • ছেলেদের ত্বকের টিপস।

যাই হোক আশা করি যারা ত্বকের যত্নবান তাদের জন্য আশা কাজে দিবে।

নানারকম টিপস পেতে বা নতুন কিছু জানতে এই লিংকে একটিভ থাকতে পারেনঃ লাইফ ইজ টেকনোলজি

আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।

ও ভাল কথা নিচে আমার কিছু টিউনের লিংক দিলাম, আপনাদের কাজে লাগতে পারে।

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস