যাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর রান হচ্ছে না এই নিন সমাধান।

 

প্রথমে রমজানের সুভেচ্ছা জানিয়ের শুরু করছি আজকের এই টিউন।

যাহারা প্রথম অ্যান্ডয়েড অ্যাপস ডেভেলোপমেন্ট শিখছেন বা শেখা শুরু করছেন তাদের  জন্যই আমার এই টিউনটি লেখা।

অ্যান্ডয়েড অ্যাপস  ডেভেলোপমেন্ট শেখার জন্য আমাদের অ্যান্ডয়েড স্টুডিও ব্যবহার করতে হয়। আর ভার্সুয়ালি অ্যাপটি রান করা বা ব্যবহার করা জন্য ইমুলেটার ব্যবহার কর হয়। যা অ্যান্ডয়েড স্টুডিওর মধ্যে সংযুক্ত করাই আছে।

সমস্যাটা হল যাদের অ্যান্ডয়েড ইমুলেটর রান হচ্ছেনা তাদের জন্য একটি সহজ সমাধান নিয়ে আসলাম। 😀

নিচে একটি চিত্র দিলাম যাদের এই রকম সিংঙ্গনাল দিচ্ছে তারা এই টিউনটি থেকে হেল্প পেতে পারেন। আর যদি কার গুগোলিং করার ইচ্ছে থাকে তাও করতে পারেন।

এই সমস্যা সমাধান করার জন্য নিচের স্টেপ ফলো করতে পারেন।

প্রথমে এই লিংকে যান ওইখান থেকে HAXM  zip ফাইলটা ডাউনলোড করে নিন।

নিচের চিত্রের মত ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১.৭১ মেগা।

এর পর ফাইলটিকে  UnZip করে নিন। intelhaxm-android.exe তে ক্লিক করে ইনষ্টল শুরু করুন। নিচের চিত্রের মত।

এর পর Yes বাটনে প্রেস করুন Next স্টেপ আসবে নিচের চিত্রে মত

এখন Next প্রেস করি। পরের ষ্টেপ আসবে নিচের চিত্রের মত।

আবারো Next এ ক্লিক করি। এর পরে ইনষ্টল বাটনের ক্লি করতে হবে। নিচের চিত্রে মত।

ইনষ্টল বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ। :mrgreen: এর পরে HAXM রান করতে বলবে। রান বাটনে ক্লিক করবেন। আপনার অ্যান্ডয়েড ইমুলেটার ওপেন হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন খুব সহজে ইমুলেটর রান করতে পারবেন।

আপনি চাইলে HAXM ফাইলটি ভেরিফাই করতে পারেন। তার জন্য আপনি কমান্ড প্রমপট চালু করে সেখানে এই কমান্ডটি পেস করুন। করলে ভেরিফাই চেক করতে পারবেন।

sc query intelhaxm

HAXM Start করতে বলে তাহলে নিচের কমান্ডটি পেষ্ট করুন

sc start intelhaxm

বন্ধ করতে চাইলে নিচের কমান্ডটি পেষ্ট করুন।

sc stop intelhaxm

কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন।

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। 😎

Level 0

আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস